পিঠের চোট, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল
প্রাথমিকভাবে কিউইদের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না নিশাম। নিশামের অন্তর্ভুক্তিতে স্বস্তিতে কিউই কোচ।
নিজস্ব প্রতিবেদন : ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। পিঠের চোটে কাবু কিউই ওপেনার মার্টিন গাপটিল। আর তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গাপটিলের সার্ভিস পাবে না নিউ জিল্যান্ড।
আরও পড়ুন - উইকেটের পিছনে ধোনি থাকলে ক্রিজ ছেড়ে বেরোবেন না, টুইট আইসিসি'র
বেশ কয়েকদিন ধরেই লোয়ার ব্যাক ইনজুরিতে ভুগছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ভারতের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে খেলেননি তিনি। সোমবার ফিটনেস টেস্টেও পাস করতে পারেননি তিনি। নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পাঁচ দিনে তিনটে ম্যাচ খেলতে হবে। কিন্তু কোনওভাবেই সেরে ওঠেননি গাপটিল। তবে গাপটিলের পরিবর্তে নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অল রাউন্ডার জিমি নিশাম। প্রাথমিকভাবে কিউইদের টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না নিশাম। নিশামের অন্তর্ভুক্তিতে স্বস্তিতে কিউই কোচ।
Guptill out of India T20Is
The opener's back injury will keep him out of the three matches. Jimmy Neesham has been called up as replacement.
https://t.co/jhyqPhMAMW pic.twitter.com/C9RuVqGfvn
— ICC (@ICC) February 4, 2019
নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্র্যাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন (প্রথম ও দ্বিতীয় ম্যাচের জন্য), স্কট কাগেলেইজন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, জিমি নিশাম, ব্লেয়ার টিকনার (তৃতীয় ম্যাচের জন্য)