চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই দলের কেদার যাদব

শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেদার যাদব। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন ডাগ আউটে।

Updated By: Apr 9, 2018, 07:21 PM IST
চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই দলের কেদার যাদব

নিজস্ব প্রতিবেদন : আইপিএলের শুরুতেই বড় ধাক্কা চেন্নাই দলের। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে এবারের আইপিএল থেকে ছিটকেই গেলেন কেদার যাদব।

শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন কেদার যাদব। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গিয়েছিলেন ডাগ আউটে। কিন্তু ব্রাভো আউট হতে শেষ ওভারে একপ্রকার বাধ্য হয়েই ব্যাট করতে নামতে হয় তাঁকে। কারণ ৯টি উইকেট পড়ে গিয়েছিল চেন্নাইয়ের। পায়ে ব্যাথা নিয়েও শেষ ওভারে সেদিন ধোনির দলকে জয় এনে দিয়েছিলেন কেদার।

আরও পড়ুন- হায়দরাবাদকে শুভেচ্ছা জানালেন 'নির্বাসিত' ওয়ার্নার

কিন্তু চোটের যা পরিস্থিতি তাতে চলতি মরসুমে আইপিএলে আর কেদারের সার্ভিস পাবে না ধোনির দল। চেন্নাই দলের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, "এখনও আমরা কেদার যাদবের পরিবর্ত ক্রিকেটার নিই নি। কিন্তু কেদারের না থাকাটা বড় ক্ষতি। মিডল অর্ডারে ও যেমন উপযোগী, তেমনই বল হাতেও ভরসা ছিল।" 

.