প্রয়াত পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মহম্মদ
ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার হানিফ মহম্মদ। বৃহস্পতিবার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত। এর আগে তাঁর মৃত্যুর খবর নিয়ে গুজব ওঠে। বৃহস্পতিবার বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবরও প্রকাশ করেছিল। তবে, হানিফ মহম্মদের ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবা জীবিতই আছেন এবং সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য প্রকাশ করছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, `হঠাৎ করে তাঁর বাবার হৃদস্পন্দন থেমে যায় এবং তাঁরা মনে করেন যে হানিফ মারা গিয়েছেন। তবে, তিনি তখনও নিশ্বাস নিচ্ছিলেন বলে জানান ডাক্তাররা।`
ওয়েব ডেস্ক: ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করলেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার হানিফ মহম্মদ। বৃহস্পতিবার করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রয়াত। এর আগে তাঁর মৃত্যুর খবর নিয়ে গুজব ওঠে। বৃহস্পতিবার বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবরও প্রকাশ করেছিল। তবে, হানিফ মহম্মদের ছেলে জানিয়েছিলেন, তাঁর বাবা জীবিতই আছেন এবং সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য প্রকাশ করছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, 'হঠাৎ করে তাঁর বাবার হৃদস্পন্দন থেমে যায় এবং তাঁরা মনে করেন যে হানিফ মারা গিয়েছেন। তবে, তিনি তখনও নিশ্বাস নিচ্ছিলেন বলে জানান ডাক্তাররা।'
আরও পড়ুন জানেন পরবর্তী ফিল্মে অক্ষয় কুমার কত পারিশ্রমিক নিচ্ছেন?
তিন বছর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছর বয়সী এই প্রাক্তন বিষ্ময়কর ব্যাটসম্যান। শ্বাসকষ্টজনিত কারণে গত ৩১ জুলাই তাঁকে করাচির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের প্রজন্মের বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মহম্মদ। পাকিস্তানের হয়ে খেলেছেন মোট ৫৫টি টেস্ট। রান, ৪৩.৯৮ গড় নিয়ে ৩৯১৫। ১৫টি হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ১৭,০৫৯ রান, ব্যাটিং গড় ৫২.৩২।
আরও পড়ুন বিমানবন্দরে আটক হওয়ার পর শাহরুখের মজার টুইট নিয়ে তোলপাড় সব মহলে