পরপর তিন বলে তিনটে উইকেট নিলেন হার্দিক পাণ্ডে, তবে হ্যাটট্রিক নয়
এশিয়া কাপে পরপর তিন বলে তিনটে উইকেট পেলেন ভারতের পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শেষ দুটো বলে নিয়েছিলেন দুটো উইকেট। আর আজ, সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করতে আসার প্রথম ডেলিভারিতে উইকেট পেলেন। ফিরিয়ে দিলেন দিলশানকে।
![পরপর তিন বলে তিনটে উইকেট নিলেন হার্দিক পাণ্ডে, তবে হ্যাটট্রিক নয় পরপর তিন বলে তিনটে উইকেট নিলেন হার্দিক পাণ্ডে, তবে হ্যাটট্রিক নয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/01/50759-har.jpg)
ওয়েব ডেস্ক: এশিয়া কাপে পরপর তিন বলে তিনটে উইকেট পেলেন ভারতের পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসের শেষ দুটো বলে নিয়েছিলেন দুটো উইকেট। আর আজ, সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বল করতে আসার প্রথম ডেলিভারিতে উইকেট পেলেন। ফিরিয়ে দিলেন দিলশানকে।
শনিবার পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক শেষ দুটি বলে ফিরিয়েছিলেন সামি ও আমেরকে। কিন্তু পরপর তিন বলে তিনটে উইকেট পেলেও এ ক্ষেত্রে হ্যাটট্রিক হিসেবে গণ্য হবে না। কারণ হ্যাটট্রিক হিসেবে ধরা হয় একই ম্যাচে পরপর তিন বলে আউট হলে। আলাদা দুটো ওভারে হ্যাটট্রিক হলেও আলাদা ম্যাচে সেটা হয় না।