জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে গেলে একেবারেই সময় সঙ্গ দিচ্ছিল না হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। রোহিত শর্মার (Rohit Sharma) থেকে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) গুরুদায়িত্ব কাঁধে নিয়েই তিনি শুধু বিদ্রুপ ও টিটকিরি হজম করেছেন! কারণ দলের অতীতের গরিমা ও বর্তমান পরিস্থিতি একেবারেই মিলছিল না! শুরুতে পরপর তিন ম্য়াচ হেরে ধুঁকছিল পাঁচবারের চ্য়াম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নীতা আম্বানির দলের। এই পরিস্থিতিতে হার্দিক ছুটেছিলেন গুজরাতের সোমনাথ মন্দিরে। একান্তে শিবের আরাধনা করেছিলেন মুম্বইয়ের অধিপতি। আর তারপরেই হাতেনাতে ফল পেয়েছেন বরোদার তারকা অলরাউন্ডার। গত রবিবার দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই। অবশেষে বসে যাওয়া রথের চাকা ঘুরেছে হার্দিকদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মুম্বই ২৯ রানে দিল্লিকে হারিয়ে মরসুমের প্রথম জয়ের মুখ দেখেছে (DC vs MI, IPL 2024)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:এবার মহাদেবের চরণে নিলেন ঠাঁই, জাগ্রত মন্দিরে পুজো ধর্মপ্রাণ হার্দিকের!



ফের হার্দিক যুদ্ধ জেতার জন্য় বেছে নিলেন সনাতনী হিন্দু ধর্মের রাস্তাই। এবার তিনি শ্রীকৃষ্ণের ভজন গাইলেন দাদা ক্রুনাল পাণ্ডিয়ার সঙ্গে। সেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে যে, পাণ্ডিয়া ব্রাদার্স বাড়িরই কোনও অনুষ্ঠানে ভজনের আয়োজন করেছিলেন। তাঁদের পরনে পাঞ্জাবি-পাজামা। দুই ভাই হাতে মাইক্রোফোন তুলে নিয়েছিলেন। এরপর যেন ভাবসাগরে ডুবে গেলেন। 'হরে রাম হরে কৃষ্ণ'-র সুরে নেচে গেয়ে মুরারীকে ডাকলেন তাঁরা। হার্দিক বরাবরই ঠাকুর-দেবতায় বিশ্বাসী। মুম্বইতে যোগ দিয়েই তিনি সাজঘরে অস্থায়ী মন্দির নির্মাণ করেছিলেন। আরাধ্য় দেবতাকে অর্পণ করেছিলেন বাক্স ভর্তি লাড্ডু। হার্দিককে সঙ্গ দিয়েছিলেন মুম্বইয়ের হেড কোচ মার্ক বাউচার। তিনি নারকেল ফাটিয়ে সূচনা করেছিলেন নতুন অধ্য়ায়ের। হিন্দু ধর্মে কোনও কিছু শুরুর আগে, পুজো দিয়ে নারকেল ফাটানোকে অত্য়ন্ত শুভ রীতি হিসেবেই দেখা হয়। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে যে, ভারতীয় দলের তারকারা যখনই খারাপ ফর্মের দিয়ে গিয়েছেন, তাঁরা ছন্দে ফিরতে সেই দেবাদিবের কাছেই গিয়েছেন বারবার। এখন দেখার শিবের আশীর্বাদে হার্দিকের সুসময় ফেরে কিনা!


আরও পড়ুন: ধোনি-রায়না পেলেও উপেক্ষিত ছিলেন জাদেজা! তাঁর দীর্ঘ বকেয়া অবশেষে মেটাল সিএসকে


 



 



 

 

Loaded2.67%
 

 

 



 


 

 


 


 


 


 

 


 

 


 

 


 


 

 


 

 


 

 


 


 

 


 

 


 

 


 


 


 


 


 


 


 


 

 


 

 


 


 

 


 

 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)