নিজস্ব প্রতিবেদন: শিরোনাম দেখে নিশ্চই চোখ কপালে উঠেছে! এমনটাই হওয়া স্বাভাবিক। বাইশ গজে তাক লাগিয়ে দিয়েছে 'ভয়ঙ্কর গতি'! সৌজন্যে পাকিস্তানের ফাস্টবোলার হাসান আলি (Hasan Ali) ও স্পিনার মহম্মদ নাওয়াজ (Muhammad Nawaz)। হাসানের বলের গতি স্পর্শ করেছে প্রতি ঘণ্টায় ২১৯ কিমি! নওয়াজের বল করেছেন ঘণ্টায় ১৪৮ কিমি বেগে! এমনটাই বলছে স্পিড গান! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টি-২০ বিশ্বকাপ শেষ করেই পাকিস্তান চলে এসেছে বাংলাদেশে। তিনটি টি-২০ ও জোড়া টেস্টে খেলবে তারা। স্পিডগানের এহেন জোড়া ভুলের ঘটনা ঘটেছে পাকিস্তান বনাম বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচেই। ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের স্পিডগান এখন খবরের শিরোনামে। যারাঁ ক্রিকেট নিয়মিত দেখেন তাঁরা জানেন যে, একজন পেসারের পক্ষে ২১৯ কিমি প্রতি ঘণ্টায় বল করা অসম্ভব। 


আরও পড়ুন: Rohit Sharma: 'ভক্তের ভগবান' রোহিত! ফ্যান ছুঁতে চাইলেন ক্যাপ্টেনের পা




এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড রয়েছে শোয়েব আখতারের (Shoaib Akhtar) দখলেই। কিংবদন্তি প্রাক্তন পাক স্পিডস্টার বল করেছিলেন ১৬১.৩ কিমি প্রতি ঘণ্টায়। স্পিনারদের ক্ষেত্রে ৭০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টায় বলের গতি ঘোরাফেরা করে। পেসারদের মধ্যে গতিতে তাঁদের পক্ষে বল করা সম্ভব নয়। হাসান-নওয়াজদের বিচিত্র গতির ভিডিও ও ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তান ৪ উইকেটে জিতেই টি-২০ সিরিজের শুভারম্ভ করেছে। ২২ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন হাসান আলি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)