Dale Steyn: এই মুহূর্তে সেরা ব্যাটার কে? নাম জানালেন প্রোটিয়া কিংবদন্তি, তবে কোহলি নন!

বাবর আজমকেই (Babar Azam) এই মুহূর্তে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সেরা বেছে নিলেন ডেইল স্টেইন (Dale Steyn)

Updated By: Apr 14, 2022, 07:27 PM IST
Dale Steyn: এই মুহূর্তে সেরা ব্যাটার কে? নাম জানালেন প্রোটিয়া কিংবদন্তি, তবে কোহলি নন!
ডেল স্টেইন বলছেন বাবরই সেরা

নিজস্ব প্রতিবেদন: সর্বকালের অন্যতম সেরা পেসারদের মধ্যে একজন তিনি। প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন (Dale Steyn) তাঁর ক্রিকেট কেরিয়ারে বিপক্ষ দলের ব্যাটারদের কাছে ছিলেন ত্রাস। বলে বলে মহারথীদের রাতের ঘুম উড়িয়ে দিতেন। চলতি আইপিএলে (IPL 2022) স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ফাস্টবোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। 

স্টেইনের কাছে এক ফ্যান টুইটারে জানতে চেয়েছিলেন যে, এই মুহূর্তে তিন ফরম্যাট মিলিয়ে সেরা ব্যাটার কে? যার উত্তরে স্টেইন বেছে নেন পাকিস্তানের অধিনায়ক ও দুরন্ত ব্যাটার বাবর আজমকেই (Babar Azam)। স্টেইন বলছেন, "সম্ভবত বাবর? ও সত্যিই ভাল।" বাবর ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন সেরা পাঁচে বিচরণ করছেন। তিনিই বিশ্বের একমাত্র ব্যাটার যিনি আইসিসি-র টেস্ট, ওয়ানডে ও টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে আছেন।

ব্যাটারদের 'ফ্যাব-ফোর' বলতে বিরাট কোহলি (Virat Kohli), কেন উইলিয়ামসন (Kane Williamson), জো রুট (Joe Root) ও স্টিভ স্মিথকে (Steve Smith) বোঝায়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে অনেকেই বলছেন  'ফ্যাব-ফোর' নয় বলা হোক  'ফ্যাব-ফাইভ'। আর সেই তালিকায় জুড়ে যাক বাবরের নাম।
 
সম্প্রতি বাবর আইসিসি-র সর্বকালের সেরা ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) ১৫ নম্বরে উঠে এসেছেন । ৮৯১ পয়েন্ট ঝুলিতে নিয়ে বাবর পিছনে ফেলে দিয়েছেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। কিংবদন্তি ভারতীয় ব্যাটারের স্থান এখন ১৬ নম্বরে। সচিনের সংগ্রহে ৮৮৭ পয়েন্ট। তিন পয়েন্টে ফারাকে এগিয়ে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার। বাবরের ব্যাট হাতে দাপট সেই ২০১৯ থেকে অব্যাহত। 

আরও পড়ুন: IPL 2022: ভুবির দিন শেষ! এবার এই পেসারের দিকেই তাকাক ভারত, পরামর্শ মঞ্জরেকরের

আরও পড়ুনRiyan Parag: 'আমি ভারতের শ্রেষ্ঠ ফিনিশার হতে পারি'! বড় কথা বলে দিলেন তরুণ ব্যাটার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.