নিজস্ব প্রতিবেদন: আইপিএল চলার মাঝেই এক ভারতীয় ক্রিকেটারকে নিয়ে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের মন্তব্য, " ও কোনও দিন ধোনি হতে পারবে না।" গম্ভীরের এই মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে ধোনি পরবর্তী জামানায় পাকাপাকিভাবে কে উইকেটের পিছনে দাঁড়াবেন? সেই নিয়ে চর্চা চলছে বহুদিন ধরে।
তবে সেই চর্চায় রয়েছেন ঋষভ পন্থ, কে এল রাহুল, ঋদ্ধিমান সাহা।এমএস ধোনি পরবর্তী ভারতীয় ক্রিকেটে উইকেটকিপার নিয়ে সংকট। ঋদ্ধিমান সাহা অন্যতম সেরা উইকেটকিপার সন্দেহ নেই। তবে ঋষভ পন্থ কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্স করেন। তখন অবশ্য ঋদ্ধির চোট ছিল। এরপর টি-টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটে কেএল রাহুলকে দিয়ে উইকেট কিপিং করানো হয়েছে। ফলে তিনজনের মধ্যে কাকে রাখা হবে এই নিয়ে চিন্তার শেষ নেই।
যদিও ধোনি পরবর্তী সময়ে ঋষভ পন্থকেই ভারতীয় উইকেটকিপার হিসেবে ধরা হয়েছিল। টেস্টে ঋদ্ধির সঙ্গে লড়াই ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফরে একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজের দলে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে কে এল রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনকে।
এদিকে গৌতম গম্ভীর মন্তব্য, "প্রথমেই ঋষভ পন্থ পরবর্তী মহেন্দ্র সিং ধোনি হতে চলেছে, এই তুলনা বন্ধ করা উচিত মিডিয়ার। এই আলোচনা এবার বন্ধ হওয়া দরকার। পন্থকে সবসময় ধোনির সঙ্গে তুলনা করা একেবারেই ভুল। মিডিয়ার সারাক্ষণ এই আলোচনার কারণে পন্থের ওপরেও প্রভাব পড়ে। ওকে মাথায় রাখতে হবে নিজের নাম তৈরি করতে হবে। ধোনির ছায়ায় এগিয়ে যেতে চাইলে পন্থ হারিয়ে যাবে।"
পাশাপাশি গম্ভীর বলেন, "ধোনির কেরিয়ারের শেষ সময়ের দিকে পন্থের উঠে আসা। ও বড় ছক্কা হাঁকাতে পারে। সেই কারণেই ধোনির সঙ্গে পন্থের নাম জুড়ে যায়। এখনও ওকে অনেক কিছু করতে হবে। ব্যাটিং এর পাশাপাশি কিপিংয়েও ওকে অনেক উন্নতি করতে হবে।"
আরও পড়ুন- ISL 2020-21: কলকাতার দুই প্রধানকে সুপার লিগে স্বাগত জানালেন সুনীল
"ও কোনও দিন ধোনি হতে পারবে না!" গম্ভীরের মন্তব্যে হইচই