নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আজও ফুরিয়ে যাননি। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গত ম্যাচে 'ক্যাপ্টেন কুল' বুঝিয়ে দিয়েছেন যে, তিনি এখনও 'ফিনিশার'! চল্লিশ বছরের 'তরুণ'-এর ব্যাটে ( ১৩ বলে ২৮ রান) ভর করে চেন্নাই তিন উইকেটে হারায় মুম্বইকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধোনি শেষ ওভারে জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat) ১৬ রান মেরে ফিনিশিং লাইন পার করান! ধোনি বছরের পর বছর এমনটা করে আসছেন। কিংবদন্তি ক্রিকেটার বরাবর শেষ ওভারে জ্বলে ওঠেন ব্যাট হাতে! এখন প্রশ্ন বারবার কী করে এমনটা করেন তিনি? এর উত্তর দিলেন সিএসকে ( CSK) ব্য়াটিং কোচ মাইকেল হাসি (Michael Hussey)।



সিএসকে-র পোস্ট করা এক ভিডিও-তে হাসি বলছেন, "এমএল অন্যরকমের একটা চরিত্র। কারণ ও মিডল অর্ডারে অত্যন্ত হিসেবি। মিডল অর্ডারে ব্যাটিং নিয়ে ওর সঙ্গে কথা হলে, আমি দুশ্চিন্তা শুরু করে দিই রান তাড়া করার ক্ষেত্রে। নেট রান রেট বেড়ে যাচ্ছে। এবার মারতেই হবে। ও কিন্তু এমন একজন, যে বলবে চিন্তার কোনও কারণ নেই। ও বলবে বোলার কিন্তু জানে না কোথায় বল করতে হবে। ধোনি একেবারে শেষ পর্যন্ত হিসেব কষে ক্রিকেট খেলে। ও শেষ ওভারে কতবার ম্যাচ জিতিয়েছে? এই প্রশ্নের উত্তরে বলতে হবে যে, ও সবটা মাথায় ছকে নেয়।" হাসি শুধু চেন্নাইয়ের ব্যাটিং কোচই নন, ধোনির বিপক্ষে এবং ধোনির সঙ্গে বহু আইপিএল খেলেছেন তিনি।


মুম্বইয়ের বিরুদ্ধে জেতার জন্য শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। প্রথম বলেই ডোয়েন প্রিটোরিয়াসকে (Dwaine Pretorius) ফিরিয়ে চেন্নাইয়ের চাপ বাড়িয়ে দিয়েছিলেন জয়দেব উনাদকাট (Jaydev Unadkat)। দ্বিতীয় বলে ডোয়েন ব্রাভো (Dwayne Bravo) একটা খুচরো রান নিতেই ক্রিজে এলেন ধোনি। ব্যস বাকিটা ইতিহাস। শেষ চার বলে ১৬ রান তুলে দলকে অবিশ্বাস্য এনে দিয়েছিলেন 'ফিনিশার' মাহি।


আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: লাগাতার আট ম্যাচ হেরে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন বলে ক্ষোভ উগরে দিলেন 'হিটম্যান'


আরও পড়ুনRohit Sharma: রোহিতই একমাত্র ভারতীয় ক্রিকেটার যাঁর কাছে আছে এই ৩.১৫ কোটির এসইউভি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)