তিনি বিরাট, ক্রিকেট এবং প্রেম দুটিতেই!

বিরাট যে শুধু বিরাট এক ক্রিকেট প্রতিভা তাই নয়, তিনি যে ততটাই বিরাট প্রেমিক তা এবার প্রমাণ করে ছাড়লেন তিনি নিজেই।

Updated By: Jun 3, 2016, 09:28 PM IST
তিনি বিরাট, ক্রিকেট এবং প্রেম দুটিতেই!

ওয়েব ডেস্ক: বিরাট যে শুধু বিরাট এক ক্রিকেট প্রতিভা তাই নয়, তিনি যে ততটাই বিরাট প্রেমিক তা এবার প্রমাণ করে ছাড়লেন তিনি নিজেই।

অনুষ্কা-বিরাটের প্রেম পর্বে একটা সামান্য ছেদ পড়েছিল সেটা এখন বাসি খবর। তাদের যে আবার মিলমিশ হয়ে গেছে এটাও আপনি জানেন। কিন্তু যেটা জানেন না সেটা হল-

আজ সুলতানের শুটিং-এর জন্য বুদাপেস্টের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল অনুষ্কার। তাই, একটা গোটা দিন অনুষ্কার সঙ্গে কাটাবেন বলে গতকালই বিরাট দিল্লি থেকে উড়ে আসেন মুম্বাইতে। সদ্য অইপিএল শেষ করার ক্লান্তি ঝেড়ে ফেলে তিনি চলে আসেন অনুষ্কার কাছে। সারাদিন কাটিয়ে আজ তিনি এয়ারপোর্ট অবধি পোঁছে দেন অনুষ্কাকে। আর অনুষ্কাকেও দেখা গেছে গাড়ি থেকে নামার আগে বিরাটকে জড়িয়ে ধরতে। এই আবেগঘন মুহুর্তের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।

এবার তো মানতেই হবে যে বিরাটের নিজের ভালবাসার প্রতি এই উষ্ণতা ও দায়বদ্ধতা তাকে সত্যিই সেরার শিরোপা দেয়।

.