সাদা ক্রিকেটের গায়ে তবে কি লাল রক্তের ছোপ লাগার অপেক্ষা?

আগে উপরের ছবিটা ভালো করে দেখে নিন। টেস্ট ক্রিকেট চলছে। একেবারে আন্তর্জাতিক ম্যাচ। তাহলে কে ওভাবে তাক করে রয়েছে স্নাইপার?

Updated By: Nov 11, 2015, 05:00 PM IST
সাদা ক্রিকেটের গায়ে তবে কি লাল রক্তের ছোপ লাগার অপেক্ষা?

ওয়েব ডেস্ক: আগে উপরের ছবিটা ভালো করে দেখে নিন। টেস্ট ক্রিকেট চলছে। একেবারে আন্তর্জাতিক ম্যাচ। তাহলে কে ওভাবে তাক করে রয়েছে স্নাইপার?
উদ্দেশ্য কী তার? মাঠা দেখে চেনা যাচ্ছে? হ্যাঁ, এটা চেন্নাইয়ের স্টেডিয়াম। গ্যালারিতে দেখুন ইংরেজদের পতাকাও ঝুলছে। অর্থাত্‍, টেস্টটা খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে।
তাহলে কি কোনও আঘটন হওয়ার অপেক্ষায়? একদম নয়। বরং, অঘটন থেকে রক্ষা পেতেই এমন নিরপত্তার বহর। ২০০৮ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের সময় এমনই স্নাইপার তাক করাছিল গোটা স্টেডিয়ামে।
ছবিটি তুলেছেন অ্যন্থনি ডেভলিন। সৌজন্যে পি এ ফোটোস। বহু বছর টেস্ট ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকবে ছবিটা। সাদা পোশাকের ক্রিকেটে লাল দাগ যাতে না লাগে তারই ব্যাবস্থা। কিন্তু আপাতদৃষ্টিতে দেখতে কতটা ভয়ঙ্কর!

.