দুরমুশ জার্মানি, বিশ্ব হকি লিগে ব্রোঞ্জ ভারতের
টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান দখলের লড়াইয়ে আজ ভুবনেশ্বরে জার্মানিকে ২-১ গোলে হারাল ভারত
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব হকি লিগে এস ভি সুনীল ও হরমনপ্রীত সিংয়ের গোলে জার্মানির কাছ থেকে ব্রোঞ্জ ছিনিয়ে নিল ভারত। টুর্নামেন্টে তৃতীয় ও চতুর্থ স্থান দখলের লড়াইয়ে আজ ভুবনেশ্বরে জার্মানিকে ২-১ গোলে হারাল ভারত।
খেলার প্রথম অর্ধে ২০ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন এস ভি সুনীল। খেলায় ভারতের রক্ষণের সঙ্গে ফরোয়ার্ড লাইনও খুব ভালো খেলল। জার্মানি ৬টি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি। সবকটি হিটই রুখে দেন ভারতের গোলকিপার সুরজ করাকেরা। তবে ৩৬ মিনিটের মাথায় গোল শোধ করে দেন জার্মানির মার্ক অ্যাপেল। কিন্তু ৫৪ মিনিটের নমাথায় ফের গোল করে যান হরমনপ্রীত সিং।
উল্লেখ্য, ২০১৫ সালে রায়পুরে অনুষ্ঠিত হয় হকি ওয়ার্ল্ড লিগ। সেবারও ব্রোঞ্জ পেয়েছিল ভারত।
আরও পড়ুন-ফলন কমেছে, মিউজিয়ামে ঠাঁই পাওয়ার আশঙ্কায় দার্জিলিঙের কমলা