হট স্পট টেকনোলজি না ব্যবহারের সিদ্ধান্ত

ইংল্যান্ড সিরিজে ব্যবহৃত হট স্পট টেকনোলজি আসন্ন ভারত ইংল্যান্ড একদিনের সিরিজে ব্যবহার না করার সিদ্ধান্ত নিল এই প্রযুক্তির পেছনে থাকা কোম্পানি।বিসিসিআই-এর সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বি বি জি স্পোর্টের চিফ এগসিগিউটিভ ওয়ারেন ব্রেনান

Updated By: Oct 6, 2011, 06:20 PM IST

ইংল্যান্ড সিরিজে ব্যবহৃত হট স্পট টেকনোলজি আসন্ন ভারত ইংল্যান্ড একদিনের সিরিজে ব্যবহার না করার সিদ্ধান্ত নিল এই প্রযুক্তির পেছনে থাকা
কোম্পানি।বিসিসিআই-এর সমর্থন না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বি বি জি স্পোর্টের চিফ এগসিগিউটিভ ওয়ারেন ব্রেনান।ইংল্যান্ডে ভারত ইংল্যান্ড সিরিজে হট স্পট প্রযুক্তি ব্যবহারের ফলাফল আশানুরূপ না হওয়ায় বেশ হতাশ বি বি জি স্পোর্ট কর্তৃপক্ষ।এই সিরিজে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে যাওয়ায় ভারতীয় বোর্ডও ডিআরএসের বিরুদ্ধে চলে গেছে।

.