স্থগিত রবিবারের আই লিগ ডার্বি, হবে জানুয়ারিতে

অনলাইনে যারা টিকিট কেটেছেন,তারা সেই টিকিট দিয়েই জানুযারি মাসে বড় ম্যাচ দেখতে পাবেন।

Updated By: Dec 18, 2019, 08:27 PM IST
স্থগিত রবিবারের আই লিগ ডার্বি, হবে জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদন : নাটকীয়ভাবে স্থগিত হয়ে গেল রবিবারের আই লিগ ডার্বি। জানুযারি মাসে হবে পিছিয়ে যাওয়া এই বড়ম্যাচ। রবিবারের আই লিগ ডার্বি ঘিরে ইতিমধ্যেই তেতে উঠতে শুরু করেছিল ময়দান। শুরু হয়েছিল অনলাইনে টিকিট বিক্রিও। এই অবস্থায় মঙ্গলবার বিধাননগর পুলিস হঠাত করেই জানায়, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে বড় ম্যাচে পঁয়ষট্টি হাজার দর্শকের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে দর্শক সংখ্য কম হলে  ম্যাচ করলে তাদের কোনও অসুবিধা নেই। বুধবার সকালে বিধাননগর কমিশনারেটে গিয়ে বৈঠক করেন বাগানের শীর্ষকর্তারা। তবে নিজেদের অবস্থানে অনড় থাকে বিধাননগর পুলিস।  বাংলার ফুটবলপ্রেমী মানুষদের বড়ম্যাচ দেখা থেকে বঞ্চিত করতে চাননি সবুজ-মেরুন কর্তারা।এই অবস্থায় ফেডারেশনকে ম্যাচ পিছনোর অনুরোধ করেন বাগান কর্তারা। 

আরও পড়ুন-  কোহলিকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব, এবার চাহালকে নিয়ে মশকরা ড্যানিয়েলের

অনলাইনে যারা টিকিট কেটেছেন,তারা সেই টিকিট দিয়েই জানুযারি মাসে বড় ম্যাচ দেখতে পাবেন। দর্শকরা চাইলে টিকিটের টাকা ফেরতও নিয়ে নিতে পারেন। জানুযারি মাসের কোন দিনে আই লিগ ডার্বি হবে,তা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবে ফেডারেশন। বড়ম্যাচ পিছিয়ে যাওয়ায় সেনেগালের নতুন স্ট্রাইকারকে খেলাতে পারবে সবুজ-মেরুন। ফিট হয়ে উঠতে পারেন চোট পাওয়া কলিনাসও। একইভাবে ফিট হয়ে মাঠে নামতে পারবেন ইস্টবেঙ্গলের বোরজা আর ডিকাও।

.