ক্রিকেট মাঠে চুম্বনের কথা জানিয়ে ভাইরাল তরুণী
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন নজরে এল সেই তরুণীর ব্যানার। মুহুর্তেই যা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সেই ব্যানারে লেখা ছিল, 'I Will Kiss My Partner for Every Boundary'।
![ক্রিকেট মাঠে চুম্বনের কথা জানিয়ে ভাইরাল তরুণী ক্রিকেট মাঠে চুম্বনের কথা জানিয়ে ভাইরাল তরুণী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/07/293652-kiss.jpg)
নিজস্ব প্রতিনিধি: সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে এবার নজরে এল এক তরুণীর ব্যানার। কোভিড পরিস্থিতির কারণে বিশ্ব জুড়ে অনেক জায়গাতে এখনও দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে ভারতের অজি সফরে দর্শক আসনের বিধিতে কিছুটা ছাড় দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আগেই দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন- ODI সিরিজ হারের বদলা নিল কোহলির ভারত
সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচ চলাকালীন গ্যালারিতে অস্ট্রেলিয়ান বান্ধবীকে প্রেম নিবেদন করেছিলেন এক ভারতীয়। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। এবার ভাইরাল এক তরুণীর ব্যানার। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন নজরে এল সেই তরুণীর ব্যানার। মুহুর্তেই যা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সেই ব্যানারে লেখা ছিল, 'I Will Kiss My Partner for Every Boundary'। অর্থাৎ ম্যাচের প্রতিটি বাউন্ডারিতে তিনি তার সঙ্গীকে চুম্বন করবেন। অস্ট্রেলিয়া ব্যাটিং করার সময় অষ্টম ওভারে নজরে আসে সেই ব্যানার। এরপরই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই তরুণীর ব্যানার।
উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুটি দলের ইনিংস মিলিয়ে মোট ২৮টি বাউন্ডারি এবং ১৬টি ওভার বাউন্ডারি হয়। প্রথমে ব্যাট করে ১৯৪ রান তোলে অস্ট্রেলিয়া। হার্দিক পান্ডিয়ার ধুন্ধুমার ইনিংসের সুবাদে সেই রান তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। ওয়ান ডে সিরিজ হাতছাড়া হওয়ার পর টি-২০ সিরিজ জিতে বদলা নিলেন কোহলিরা। মঙ্গলবার সিরিজের শেষ টি-২০ জিতে অস্ট্রেলিয়াকে এবার হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারতীয় দল।