আদরেই যন্ত্রণার উপশম, বাবার অপেক্ষায় Pujara`র ছোট্ট মেয়ে
ছোট্ট অদিতিও টিভিতে খেলা দেখতে দেখতে বাবার যন্ত্রণা উপলব্ধি করেছিল। বাউন্সারের ব্যাথা উপশমের উপায়ও ভেবে রেখেছে ছোট্ট অদিতি।
নিজস্ব প্রতিবেদন: গাব্বায় টেস্টের পঞ্চম দিনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডদের একের পর এক বাউন্সার আছড়ে পড়েছিল তাঁর পাজরে, কাঁধে। সব সামলে উইকেটে পড়েছিলেন চেতেশ্বর পূজারা। ব্রিসবেন টেস্ট জয়ের অন্যতম নায়ক অবশ্যই পূজারা। ৫৬ রানের ধৈর্যশীল, মূল্যবান ইনিংস ভারতের জয়ের রাস্তা মসৃন করে দেয়।
সেদিন যখন পূজারার পাঁজরে-কাঁধে বল গিয়ে লেগেছিল তখন বাড়িতে টিভির সামনে বসে আঁতকে উঠেছিলেন চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা এবং ছোট্ট মেয়ে অদিতি। ছোট্ট অদিতিও টিভিতে খেলা দেখতে দেখতে বাবার যন্ত্রণা উপলব্ধি করেছিল। বাউন্সারের ব্যাথা উপশমের উপায়ও ভেবে রেখেছে ছোট্ট অদিতি।
আরও পড়ুন - ডনের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে ঘরে ফিরলেন Pant-Rahane'রা
অদিতি জানিয়েছে, "বাবা বাড়ি ফিরে এলে, যেখানে আঘাত পেয়েছে সেখানে সে চুম্বন করবে। তাহলেই সব ঠিক হয়ে যাবে।" মেয়ের এই কথা জানতে পেরে ব্রিসবেনে পূজারা জানান, "যখন ও (অদিতি) পড়ে যায় তখন আমিও (চুম্বন) তেমনটাই করি। আর ও মনে করে এক চুম্বনেই সব ক্ষত সেরে যায়।"
আরও পড়ুন -বড় ধাক্কা ! ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই Ravindra Jadeja