ধোনি, সামিদের শুভেচ্ছা জানিয়ে বিশ্বকাপ ভারতে আনতে বললেন প্রধানমন্ত্রী
টুইট করে গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ওয়েব ডেস্ক: সারা ভারতের চোখ এখন অ্যাডিলেডের দিকে। রবিবার পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। উত্তেজনায় ভরপুর এই ম্যাচের দিকে তাকিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট করে গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়ে ফের বিশ্বকাপ ভারতে আনতে বলেছেন নরেন্দ্র মোদী।
As the 2015 Cricket World Cup begins, my best wishes to the Indian Cricket Team. खेलो दिल से, वर्ल्ड कप लाओ फिर से!
— Narendra Modi (@narendramodi) February 12, 2015
বিশ্বকাপে বিরাট কোহলির কাছে দেশের মানুষের প্রচুর প্রত্যাশা আছে বলে টুইট করেছেন মোদী।
I wish my young & extremely talented friend, Mohammed Shami the very best for the World Cup. Play well & get those wickets.
— Narendra Modi (@narendramodi) February 12, 2015
ওপেনার হিসাবে শিখর ধাওয়ানকে ভারতের জন্য বড় রান তুলতে বলেছেন মোদী। সুরেশ রায়নাকে বাউন্সারগুলিও মাঠের বাইরে মারতে বলেছেন প্রধানমন্ত্রী। উমেশ যাদবকে নিজের গতি সঠিকভাবে কাজে লাগাতে বলেছেন নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ভারতকে সেই রেকর্ড বজায় রাখতে বলেছেন মোদী।