Ibrahim Zadran | Sachin Tendulkar: 'ক্রিকেট দেবতা'র আশীর্বাদেই ইতিহাস! ইনিংস ব্রেকে আবেগি আফগান

Ibrahim Zadran Says Sachin Tendulkar inspired him to become 1st Afghan batter to hit CWC23: সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলেই বদলে গেল ক্রিকেট দর্শন। প্রথম আফগান ক্রিকেটার হিসাবে, বিশ্বকাপে শতরান করে, সচিনকে ধন্য়বাদ দিচ্ছেন ইব্রাহিম জরদান।  

Updated By: Nov 7, 2023, 08:12 PM IST
Ibrahim Zadran | Sachin Tendulkar: 'ক্রিকেট দেবতা'র আশীর্বাদেই ইতিহাস! ইনিংস ব্রেকে আবেগি আফগান
ইব্রাহিমের ধন্য়বাদ সচিনকেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (World Cup 2023), যেখানে ইংল্য়ান্ড ও পাকিস্তানের মতো দল মাঠে নেমে খাবি খেয়েছে, সেখানে যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশ আফগানিস্তান (Afghanistan) নতুন করে স্বপ্ন দেখিয়েছে। ৭ ম্য়াচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে হাশমাতুল্লাহ শাহিদির (Hashmatullah Shahidi) শিবির। সোমবার আফগানিস্তান ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার (Afghanistan vs Netherlands, World Cup 2023)। এদিন প্রথমে ব্য়াট করে আফগানরা ৫ উইকেটে তুলেছে ২৯১ রান। সৌজন্য়ে ইব্রাহিম জরদান (Ibrahim Zadran)। ইব্রাহিম এদিন ওপেন করতে নেমে ১৪৩ বলে ১২৯ রানের ইনিংস খেলেছেন। এদিন ২১৭ মিনিট ক্রিজে থেকে, ইব্রাহিম আটটি চার ও তিনটি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছেন। আর সেঞ্চুরি হাঁকিয়েই ইতিহাস লিখেছেন এই আফগান। তাঁর দেশের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি স্থাপন করলেন। ইনিংস ব্রেকে ইব্রাহিম ধন্য়বাদ জানিয়েছেন 'ক্রিকেট দেবতা' সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।

আরও পড়ুন: Ibrahim Zadran | AUS vs AFG: বিশ্বকাপে ইব্রাহিমের ইতিহাস, প্রথম আফগান হিসেবে অবিস্মরণীয় কীর্তি

গতরাতে ওয়াংখেড়েতে আফগানিস্তান ট্রেনিং করেছে। আর তাঁদের স্পেশ্যাল ক্লাস নিয়েছেন সচিন। আফগানিস্তানের একাধিক ক্রিকেটেরারে অনুরোধ ছিল যে, একটাবার একশো সেঞ্চুরির মালিক এসে, তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করুন। হাশমাতুল্লাহদের অনুরোধ ফেলতে পারেননি লিটল মাস্টার। তিনি এসে দীর্ঘক্ষণ রশিদ খানদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে ইব্রাহিম বলেন, 'আমি আপনাদের কিছু বলতে চাই। গতকাল সচিন তেন্ডুলকরের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা। উনি আমাকে এমন কিছু পরামর্শ দিয়েছেন, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সচিন তাঁর প্রচুর অভিজ্ঞতার কথা বলেছেন। তাঁর ২৪ বছরের ক্রিকেটীয় যাত্রা আমার সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, একটা সময়ে তিনি ক্রিকেট খেলার আগে বল কুড়ানি ছিলেন। আমি ম্য়াচের আগে সচিনকে বলেছিলাম যে, উনি যা করেছেন, তাই আমি করব। আমি সচিনকে গর্বিত করব।'

এর আগে ২০১৫ বিশ্বকাপে সামিয়ুল্লাহ শিনওয়ারি ১৪৭ বলে করেছিলেন ৯৬। স্কটল্যান্ডের বিরুদ্ধে এই রানই ছিল, কোনও আফগান ক্রিকেটারের বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক। চলতি কাপযুদ্ধে এর আগে ইব্রাহিম পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে ৮৭ রান করেছিলেন। এই মুহূর্তে আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে, বিশ্বকাপের মঞ্চে এক ইনিংসে সর্বাধিক ও তৃতীয় সর্বাধিক রানের নজির ইব্রাহিমেরই। ইব্রাহিম এদিন তাঁর কেরিয়ারের পঞ্চম একদিনের আন্তর্জাতিক শতরান করেছেন। ২১ বছর ৩৩০ দিনের ইব্রাহিম, বিশ্বকাপের চতুর্থ কনিষ্ট ক্রিকেটার হিসেবে শতরান করলেন। আয়ারল্যান্ডের পল স্টারলিং (২০ বছর ১৯৬ দিন), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২১ বছর ৭৬ দিন), শ্রীলঙ্কার আবিষ্কা ফার্নান্ডোর (২১ বছর ৮৭ দিন) পরেই থাকবেন তিনি। ইব্রাহিম চলতি বিশ্বকাপেই দ্রুততম আফগান ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ১০০০ রান পূরণ করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে চেন্নাইতেই এই নজির গড়েন তিনি। ইব্রাহিম পিছনে ফেলে দেন সতীর্থ রহমানুল্লাহ গুরবাজকে। যিনি বাংলাদেশের বিরুদ্ধে ২৭ নম্বর ইনিংসে এই মাইলস্টোন স্থাপন করেছিলেন। ইব্রাহিমের লাগল ২৪ ইনিংস।

আরও পড়ুন: Sachin Tendulkar | Afghanistan: আফগানদের অনুরোধ ছিল, ক্লাস নিয়েছেন মাস্টার, গুরুদক্ষিণা কী দিলেন ছাত্ররা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.