আইসিসি-র নতুন চেয়ারম্যান পদে এগিয়ে কে? কলিন না সৌরভ?
মনোহরের জায়গায় অনেক বোর্ডই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে চাইছেন।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি-র আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে বিদায়ী শশাঙ্ক মনোহরের জায়গায় নতুন চেয়ারম্যানের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মনোহরের জায়গায় অনেক বোর্ডই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে চাইছেন। তবে নতুন আইসিসি সুপ্রিমো হওয়ার দৌড়ে ইংল্যান্ডের কলিন গ্রেভসই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে অক্টোবর-নভেম্বরে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত্ এখনও ঝুলে রয়েছে। জুলাই মাসে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আইসিসি-র। তবে তার আগে আজ আইসিসি-র বৈঠকে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ বাড়তে পারে আইসিসি-র উপর। কেননা আয়োজক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ষোলোটা দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা খুবই কঠিন আর অবাস্তব। তাই বিশ্বকাপ যে পিছিয়ে যেতে চলেছে,তা এক প্রকার নিশ্চিত। আইসিসি-র আজকের বৈঠকে তাতে সরকারি শিলমোহর পড়ে কিনা,সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে ভারতে আইপিএল আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হবে।
আরও পড়ুন - ফিরে দেখা ২৫ জুন; কপিলের হাত ধরে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৭ বছর