Mohammed Shami, ICC T20 World Cup 2022 : কোন নিয়মে ভারতীয় দলে যুক্ত হতে পারেন শামি? জেনে নিন

Mohammed Shami, ICC T20 World Cup 2022 : শামি কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি? সেটা নিয়ে একাধিক ক্রিকেট পন্ডিত মুখ খুলেছিলেন। সরব হয়েছিল সোশ্যাল মিডিয়া। ফলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়। 

Updated By: Sep 27, 2022, 03:43 PM IST
Mohammed Shami, ICC T20 World Cup 2022 : কোন নিয়মে ভারতীয় দলে যুক্ত হতে পারেন শামি? জেনে নিন
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন মহম্মদ শামি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) ভারতীয় দলে এখনও যুক্ত হতে পারেন 'স্ট্যান্ড বাই' মহম্মদ শামি (Mohammed Shami)। 'সহেসপুর এক্সপ্রেস' এখনও কোভিডে আক্রান্ত। তবে সুস্থ হলে এই অভিজ্ঞ জোরে বোলার টিম ইন্ডিয়ার (Team India) ১৫ জনের দলে ঢুকে যেতেই পারেন। এখনও ৯ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে। এমন কী যদি কোনও দলের ক্রিকেটাররা যদি চোট সমস্যায় ভোগে, তা হলে সেই সময়সীমার পরেও দলে পরিবর্তন করা যাবে। তবে সেটার জন্য আইসিসি-র (ICC) অনুমতি নিতে হবে। 

এশিয়া কাপে (Asia Cup 2022) রোহিত শর্মার (Rohit Sharma) দল ভাল ফল করেনি। তবে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে। ২-১ ব্যবধানে জিতেছে সিরিজ। তবে জোরে বোলারদের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar) প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারেননি। পিঠের চোট সারিয়ে ফিরে আসা জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) অজিদের বিরুদ্ধে গত দুই ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ। শামির জায়গায় দলে এসেছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। তিনিও প্রচুর রান বিলিয়েছেন। এমন অবস্থায় শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে ঢুকিয়ে নেওয়া হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) টিম ম্যানেজমেন্টও শামিকে দলে ফেরানো নিয়ে আলোচনা করেছে। 

পড়ুন আমাদের উৎসব স্পেশাল ই-ম্যাগাজিন 

আরও পড়ুন: IND vs SA : কোভিড সারেনি! ফের ছিটকে গেলেন শামি, জাতীয় দলে বাংলার শাহবাজ-শ্রেয়স

আরও পড়ুন: IND vs SA, Keshav Maharaj : ভারতে পা রেখেই মন্দিরে পুজো দিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার

শামি কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি? সেটা নিয়ে একাধিক ক্রিকেট পন্ডিত মুখ খুলেছিলেন। সরব হয়েছিল সোশ্যাল মিডিয়া। ফলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়। কিন্তু কপাল মন্দ থাকার জন্য করোনায় আক্রান্ত হলেন তিনি। এখনও শামি সুস্থ হতে পারেননি। তাই অজিদের পর প্রোটিয়াসদের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। তাই প্রশ্ন হচ্ছে সুস্থ হলেও শেষ মুহূর্তে শামিকে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের রাখা হবে? বিশ্বকাপের মতো বড় ইভেন্টের এক মাসেরও কম সময়ের মধ্যে তারকা পেসার তাঁর ফিটনেস ফিরে পাবেন এখন সেটাই দেখার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং। 

স্ট্যান্ডবাই খেলোয়াড়: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.