জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমি ফাইনালে যাওয়ার জন্য দুই দলের কাছেই এই ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh)। দু'দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা আদৌ আয়োজন করা যাবে তো? এমন প্রশ্নের কারণ অ্যাডিলেডের (Adelaide Weather Forecast) আকাশ বড্ড খামখেয়ালি মেজাজে রয়েছে। আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির। মঙ্গলবার ম্যাচের আগের দিন দুই দল মাঠেই নামতে পারেনি। ইন্ডোরে অনুশীলন সেরেছেন বিরাট কোহলি-কেএল রাহুলরা। বুধবার রাতের দিকেও ৪০-৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রবল ঠান্ডার সঙ্গে বইবে প্রবল হাওয়া। ফলে চতুর্থ ম্যাচ ভেস্তে গেলে সেমি ফাইনালের লড়াইয়ের আগে বেশ চাপে পড়ে যাবে টিম ইন্ডিয়া (Team India)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথে খেলার সময় বৃষ্টি বাধ সাধেনি। তবে তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। অ্যাডিলেডেও সন্ধে থেকে রাতের মাঝামাঝি সময় তাপমাত্রা নেমে যেতে পারে। হাওয়া অফিস ফের জানাচ্ছে, 'খেলা শুরু হওয়ার সময় তাপমাত্রা নেমে যাবে। প্রায় ৭০ শতাংশ তাপমাত্রা নেমে যেতে পারে। সন্ধে ৮টা থেকে রাত ১১টা-র মধ্যে বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।' 



আরও পড়ুন: IND vs BAN, ICC T20 World Cup 2022: কার্তিক কি ফিট? পন্থের সুযোগ আসবে? অকপট রাহুল দ্রাবিড়


আরও পড়ুন: Virat Kohli Privacy Breach: বিরাট কোহলির নিরাপত্তায় ব্যাঘাত, ক্ষোভে ফুঁসছেন রাহুল দ্রাবিড়


দুই দলের কাছে ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ হলেও বৃষ্টি ও খামখেয়ালি আবহাওয়াকে কেউই নিয়ন্ত্রণ করতে পারবে না। সেটা মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে বুঝিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, 'বৃষ্টির উপর কারও নিয়ন্ত্রণ নেই। সেটা এবারের বিশ্বকাপেই দেখা গিয়েছে। একাধিক ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছে। আমরা ভাগ্যবান যে তিনটি ম্যাচ খেলতে পেরেছি। বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে কিংবা পরে যদি বৃষ্টি বাধ সাধে, তাহলে তো আমাদের কিছু করার নেই। যেমন অবস্থা হবে, তেমনভাবে পরিকল্পনা করব।' 



এই মুহূর্তে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'বি'-র দুই নম্বরে আছে ভারত। সমসংখ্যক ম্যাচ খেলে টাইগার্সদের পয়েন্টও সমান। তবে নেট রানরেটের বিচারে এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। ০.৮৪৪। সেখানে শাকিব আল হাসানদের রানরেট -১.৫৩৩। ধারেভারে 'মেন ইন ব্লু' ব্রিগেড বিপক্ষকে থেকে অনেকটা এগিয়ে থাকলেও, বাংলাদেশ কিন্তু চলতি প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াসদের বিরুদ্ধে গত ম্যাচে প্রবল ঠান্ডার জন্য চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধেও বিরাট কোহলি-কেএল রাহুলরা এমন সমস্যায় পড়তে পারেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)