ICC Test rankings: প্রথম দশে জায়গা করে নিলেন শামি
ঘরের মাঠে পর পর দুটো সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জেরেই একধাপ ওপরে উঠে এলেন মহম্মদ শামি (Mohammed Shami)।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test rankings)বোলারদের তালিকায় প্রথম দশে জায়গা করে নিলেন বাংলার পেসার মহম্মদ শামি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ আর বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে বল হাতে দুরন্ত পারফরম্যান্সের জেরে প্রথম দশে ঢুকে পড়লেন শামি।
আরও পড়ুন- আইসিসি র্যাঙ্কিংয়ে ফের সিংহাসনে কিং কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩ উইকেট পাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধেও ৯ উইকেট পান শামি। ঘরের মাঠে পর পর দুটো সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জেরেই একধাপ ওপরে উঠে এলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বুধবার আইসিসি-র প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে শামি। ৯০০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অজি পেসার প্যাট কামিন্স।
Holder, Philander, Hazlewood gain one spot
Shami enters top 10The latest @MRFWorldwide ICC Test Rankings for bowling: https://t.co/AIR0KN4yY5 pic.twitter.com/upfW0bcKQ7
— ICC (@ICC) December 4, 2019
শামি ছাড়াও ভারতের আরও দুই বোলার রয়েছেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশে। ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানেই আছেন জশপ্রীত বুমরা। রবিচন্দ্রন অশ্বিনও তাঁর ৯ নম্বর জায়গা ধরে রেখেছেন। তাঁর রেটিং ৭৭২।