ICC Womens T20 World Cup 2023: জোড়া ধাক্কা, হরমনপ্রীতের পর চোটের জন্য চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত আরও এক তারকা ব্যাটার!

দুটি চোটের আপডেট নিয়ে এখনও আইসিসি কিংবা বিসিসিআই থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে যদি দুই তারকা চোটের জন্য মাঠে না নামতে পারেন তাহলে সেটা যে গতবারের রানার্সদের জন্য বড় ধাক্কা হবে, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। 

Updated By: Feb 10, 2023, 04:26 PM IST
ICC Womens T20 World Cup 2023: জোড়া ধাক্কা, হরমনপ্রীতের পর চোটের জন্য চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত আরও এক তারকা ব্যাটার!
খোশমেজাজে থাকা ভারতীয় দলের চাপ বাড়ছে। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan Womens Team) বিরুদ্ধে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Womens T20 World Cup 2023) অভিযান শুরু করছে ভারতীয় দল (Indian Womens Team)। এর আগে জোড়া ধাক্কা খেল প্রমীলাবাহিনী। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এমনিতেই চোটের কবলে রয়েছেন। প্রথম ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখন শোনা যাচ্ছে দলের আর এক তারকা ওপেনার স্মৃতি মান্ধানাও (Smriti Madhana) চোটের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। ফলে পাকিস্তানের বিরুদ্ধে তাঁরও খেলার সম্ভবনা খুবই কম। আরও বড় আপডেট হল তাঁর বাঁ হাতের চোট আরও জটিল হলে, আসন্ন প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে পারেন এই বাঁহাতি ওপেনার। 

যদিও এই দুটি চোটের আপডেট নিয়ে এখনও আইসিসি কিংবা বিসিসিআই থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে যদি দুই তারকা চোটের জন্য মাঠে না নামতে পারেন তাহলে সেটা যে গতবারের রানার্সদের জন্য বড় ধাক্কা হবে, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। স্মৃতির চোটের ব্যাপারে আইসিসি-র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাঁ হাতে পেয়েছিল স্মৃতি। ফলে ওর পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা খুবই কম। তবে স্মৃতি যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না।" 

আরও পড়ুন: Rohit Sharma, BGT 2023: চাপের মুখে দুরন্ত শতরান, বিরাট-বাবরের কোন রেকর্ডে ভাগ বসালেন রোহিত?

আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: টেস্টে 'বিরাট' ব্যর্থতা চলছেই, 'কিং কোহলি' আউট হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ওপেনিং করেননি স্মৃতি। নেমেছিলেন তিন নম্বরে। যদিও মাত্র ৩ বল খেলে খালি হাতে ফিরে যান তিনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচের দলেও স্মৃতির নাম ছিল। তবে মাঠে নামেননি। সেই ম্যাচ চলার সময় দেখা যায় চোট পাওয়া বাঁ হাতে মোটা ব্যান্ডেজ বেঁধে বসেছিলেন স্মৃতি। এর আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। সেই চোট এখনও সারেনি। ফলে তাঁরও পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা যাচ্ছে স্মৃতির জায়গায় অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে তৈরি রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গতবারের রানার্স ভারতীয় দলের সঙ্গে গ্রুপ 'বি'-তে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.