ICC Women's World Cup 2022, INDWvsBANGW: কোন অঙ্কে সেমি ফাইনালে Team India? জানতে পড়ুন

আগামী ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। এর আগে দেখে নেওয়া যাক চলতি মহিলা বিশ্বকাপে ভারতকে শেষ চারে যেতে হলে কী করতে হবে।   

Updated By: Mar 22, 2022, 02:53 PM IST
ICC Women's World Cup 2022, INDWvsBANGW: কোন অঙ্কে সেমি ফাইনালে Team India? জানতে পড়ুন
ভারতের কাছে শেষ চারে যাওয়ার অঙ্ক। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: যেন সাপ সিঁড়ির খেলা চলছে। সোমবার পর্যন্ত মাথার উপর ছিল পাহাড়সমান চাপ। তবে মঙ্গলবার জয়ের পর চিত্র অনেকটা বদলে গেল। এ দিন হ্যামিলটনে বাংলাদেশকে (Bangladesh) ১১০ রানে উড়িয়ে দেওয়ার পর ভারতের প্রমীলাবাহিনীর (Team India) কাছে সেমি ফাইনাল খেলার আশা ফের জেগে উঠল। আগামী ২৮ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami)। এর আগে দেখে নেওয়া যাক চলতি মহিলা বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) ভারতকে শেষ চারে যেতে হলে কী করতে হবে। 

এক: বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর ক্যারিবিয়ানদের টপকে গেল ভারতীয় দল। দুই দলই ছয় ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটে অনেকটা এগিয়ে রয়েছেন স্মৃতি মান্ধানারা। ভারতের রান রেট ০.৭৬৮। সেখানে ওয়েস্ট ইন্ডিজের রান রেট -০.৮৮৫। সব ম্যাচ জিতে অস্ট্রেলিয়া অনেক আগেই সেমি ফাইনালে উঠে গিয়েছে। এ দিকে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে।

দুই: রবিবার প্রোটিয়াসদের শেষ ম্যাচে হারিয়ে দিলে ভারত সাত ম্যাচে আট পয়েন্টে শেষ করবে। অবশ্য এর আগে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তা হলে ক্যারিবিয়ানদেরও পয়েন্ট হবে আট। সে ক্ষেত্রে ফের একবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট বিচার্য হবে।

তিন: ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ ম্যাচে হারে, তা হলে তারা ছয় পয়েন্টেই থাকবে। শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডের এখনও দুই ম্যাচ বাকি। তারা যদি একটি জিতে অন্যটিতে হারে তা হলে তাদেরও পয়েন্ট হবে ছয়। এর ফলে দক্ষিণ আফ্রিকা শেষ চারে চলে যাবে। তৃতীয় দল হিসেবে ভারত শেষ চারে যেতে পারে।

চার: ভারত যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়, তা হলেও শেষ চারে যেতে পারে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হবে ওয়েস্ট ইন্ডিজকে এবং ইংল্যান্ডকে বাকি তিনটি ম্যাচই হারতে হবে। তখন ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ছয় পয়েন্টে থাকবে। তখনও নেট রান রেট বিচার্য হবে।

আরও পড়ুন: ICC Women's World Cup 2022, INDWvsBANGW: Bangladesh-কে হেলায় হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল Mithali Raj-এর Team India

আরও পড়ুন: ICC Women's World Cup 2022, INDWvsBANGW: আন্তর্জাতিক মঞ্চে ৫০০০ রানের নজির গড়লেন Smriti Mandhana

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.