ICC Women's World Cup, INDWvsRSAW : ডু অর ডাই ম্যাচে জ্বলে উঠলেন Mithali Raj, Smriti Mandhana
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততেই হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে ভারত। ৬ ম্যাচে ৬ পয়েন্ট ভারতের ঝুলিতে। ইংল্যান্ডেও সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্টে। তবে ইংল্যান্ডেরও একটি ম্যাচ বাকি রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মহিলাদের বিশ্বকাপে (ICC Women’s Cricket World Cup) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে বড় রান গড়ল ভারত। প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল (Indian Women’s Cricket Team) করল সাত উইকেট হারিয়ে ২৭৪ রান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মোক্ষম সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন স্মৃতি মান্ধানা (৭১), শেফালি ভার্মা (৫৩), মিতালি রাজ (৬৮) ও হরমনপ্রীত (৪৮)।
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততেই হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে ভারত। ৬ ম্যাচে ৬ পয়েন্ট ভারতের ঝুলিতে। ইংল্যান্ডেও সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্টে। তবে ইংল্যান্ডেরও একটি ম্যাচ বাকি রয়েছে।
এ দিন ভারতীয় দলে দু’টি পরিবর্তন আনা হয়। চোটের জন্য খেলতে পারেননি ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। তাঁর জায়গায় এসেছেন মেঘনা সিং। অন্যদিকে পুনম যাদবের পরিবর্তে দলে ঢোকেন দীপ্তি শর্মা। টস জিতে শুরুটা বেশ ভাল করে ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও শেফালি ভার্মা (Shafali Verma) ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন। শেফালি ৫৩ রানে আউট হন। ইয়াস্তিকা ভাটিয়া বড় রান করতে পারেননি। তবে ইয়াস্তিকা দ্রুত ফিরে গেলেও, স্মৃতি মান্ধানা ও মিতালি রাজ (Mithali Raj) ৮০ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ব্যক্তিগত ৭১ রানে ফেরেন স্মৃতি মান্ধানা। তবে বাকিটা সময় ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যান দুই অভিজ্ঞ মিতালি ও হরমনপ্রীত (Harmanpreet Kaur)।
মিতালি ফেরেন ৬৮ রানে। আটটি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। এদিন মিতালি পঞ্চাশ করার পরে টুইটারে ভেসে ওঠে, সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করার নজির ছিল মিতালির। আবার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে পঞ্চাশ করলেন মিতালি রাজ। হরমনপ্রীত ভাল খেললেও অর্ধ শতরান করতে পারেননি। ৪৮ রানে থামেন তিনি। একসময়ে অবশ্য মনে হয়েছিল ভারত তিনশো ছুঁতে পারবে। সেই জায়গায় ভারত করল ২৭৪ রান।
ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রেকর্ড সবসময় ভাল। তবে বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে বড় রান করে প্রোটিয়াসদের ভারতের প্রমীলাবাহিনী রুখে দিতে পারে কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: IPL 2022, KKRvsCSK: ধোনি ধামাকার পরেও দলগত সাফল্যে CSK-র বিরুদ্ধে বড় জয় পেল KKR
আরও পড়ুন: Sourav Ganguly Dances On Srivalli: Pushpa জ্বরে আক্রান্ত Sourav Ganguly! শ্রীভল্লি গানে নাচলেন দাদা