ভিডিয়ো: একি! পাকিস্তানি পতাকা জড়িয়ে `ইন্ডিয়া, ইন্ডিয়া` শব্দব্রহ্ম গ্যালারিতে
ভারতের দিকে চেয়ে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে উপমহাদেশের তিনটি দেশের আশাভরসা টিম ইন্ডিয়া। ভারতে সমর্থন করছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মাঠেও দেখা গেল সেই দৃশ্য। ভারতের হয়ে গলা ফাটাচ্ছেন এক পাকিস্তানি সমর্থক। সেই দৃশ্য ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
'ইন্ডিয়া, ইন্ডিয়া' গ্যালারিতে তখন শব্দব্রহ্ম। আর সেই শব্দব্রহ্মে গলা মেলাতে দেখা গেল এক পাকিস্তানি সমর্থককে। গায়ে পাকিস্তানের পতাকা নিয়ে ভারতকে সমর্থন করতে চলেছেন ওই যুবক। ভারতকে সমর্থনের জন্য পাকিস্তানিদের বার্তা দিয়েছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। এদিন টসের মুহূর্তে বিরাট কোহলি বলেন,''সত্যি বলতে বাইরে কী হচ্ছে, সে ব্যাপারে কিছুই জানি না। তবে মনে হচ্ছে, পাকিস্তানি সমর্থকরা আজ সমর্থন করবেন। এটা বেশ বিরল ব্যাপার''।
ভারতের পয়েন্ট এখন ১১। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনালের টিকিট। শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ম্যাচ এখনও বাকি। ফলে বিরাটদের কাছে ব্যাপারটা সহজই। কিন্তু ইংল্যান্ডের কাছে মরণবাঁচন। হারলেই আশা শেষ। অন্যদিকে ইংল্যান্ড জিতলে সেমির দরজা বন্ধ হবে বাংলাদেশ, পাকিস্তানের। শ্রীলঙ্কারও ক্ষীণ সম্ভাবনার ইতি ঘটবে।
আরও পড়ুন- ভিডিয়ো: দুধর্ষ ক্যাচ ধরে ইংল্যান্ডের ঝড় থামালেন স্যর জাডেজা
এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রথম একাদশে একটি পরিবর্তন হয়। বিজয় শঙ্করের পরিবর্তে দলে ঋষভ পন্থ। অন্যদিকে ইংল্যান্ড দলেও দুটি পরিবর্তন করে। দলে ফিরেছেন জেসন রয় এবং লিয়াম প্লাঙ্কেট। ১৬০ রানের ওপেনিং পার্টনারশিপ ইংল্যান্ডের ভিত গড়ে দেয়। ভারতের হয়ে মহম্মদ শামি ৫টি উইকেট নেন। ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে ইংল্যান্ড।
আরও পড়ুন- 'ধোনি রিভিউ সিস্টেম'-এ গলদ, রয়ের ক্যাচ ধরেও বুঝতে পারলেন না মাহি