নিজস্ব প্রতিবেদন : গোটা ক্রিকেট বিশ্বে মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে জল্পনা চলছে। এমন সময়ে ধোনির পাশেই দাঁড়ালেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এমনিতেই বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপ শেষেই অবসর ঘোষণা করবেন ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



বিশ্বকাপে ধেনির মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড়। সরব সমালোচকরাও। এমনকী মাহিকে ক্রিকেট ছেড়ে বানপ্রস্থে যাওয়ার জন্যও সুর চড়িয়েছেন অনেকেই। তবে ধোনিকে এখনও ক্রিকেট চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন শ্রীলঙ্কার ডান হাতি জোরে বোলার। বিশ্বের অন্যতম সেরা ফিনিশার সম্পর্কে মালিঙ্গার মন্তব্য, " আমার মনে হয় ধোনির আরও এক-দুই বছর ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত্। ধোনিকে পাশে পেলে উদীয়মান ক্রিকেটাররাও লাভবান হবে। ও এখনও বিশ্বের সেরা ফিনিশার। ধোনির অভাব পূরণ করার মতো এখনও কেউ আসেননি। তরুণ ক্রিকেটারদের ধোনিকে দেখে শেখা উচিত্।"


আরও পড়ুন - একেক ম্যাচে একেক স্পনসরের স্টিকার লাগানো ব্যাট, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!


সংবাদসংস্থা এএনআইকে ধোনি প্রসঙ্গে মালিঙ্গা আরও বলেন, " ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা খুব কাজে লাগছে। আমি মনে করি সেই জন্যই ভারতীয় দল এতো সফল। আমার মনে হয় এই প্রতিযোগিতায় যে কোনও দলকেই তারা হারানোর ক্ষমতা রাখে।"