ICC World Cup 2019: বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিলেন শোয়েব আখতার

তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড।

Updated By: Apr 10, 2019, 06:38 PM IST
ICC World Cup 2019: বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিলেন শোয়েব আখতার

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট বিশ্বকাপ যত এগিয়ে আসছে প্রাক্তনীরা ততই তাঁদের ফেভারিট বেছে নিচ্ছেন। ব্যতিক্রম নন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও। কুড়ি বছর আগে বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই স্মৃতি এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'। বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন শোয়েব। এবারের বিশ্বকাপেও শোয়েবের ফেভারিট সেই অস্ট্রেলিয়া, পাকিস্তান। তবে সবার আগে রাখছেন আয়োজক ইংল্যান্ডকে। সোয়েবের ফেভারিটের তালিকায় নেই ভারতের নাম।

টুইটারে শোয়েব আখতার ভক্তদের সঙ্গে এক আলাপচারিতায় বিশ্বকাপের ফেভারিট দলের নাম জানিয়ে দিয়েছেন। সেখানেই এক ভক্ত তাঁর কাছে জানতে চান ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে তাঁর তিনটি ফেভারিট দলের নাম কি? খুব তাড়াতাড়ি শোয়েব জবাবও দিয়ে দিয়েছেন। তাঁর পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড। দ্বিতীয় নাম রয়েছে অস্ট্রেলিয়ার। সম্প্রতি অজিরা একদিনের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন। ভারতের মাটিতে ভারতকে একদিনের সিরিজে হারানোর পাশাপাশি পাকিস্তানকেও আরবদেশে ৫-০ ব্যবধানে সিরিজে হারিয়েছে। সেই সঙ্গে শোয়েব আখতারের বিশ্বকাপে ফেভারিট তৃতীয় দলটি হল পাকিস্তান।     

শোয়েব তাঁর ফেভারিটের তালিকায় রাখেননি ভারতকে। যা নিয়ে হয়তো অনেকেই অবাক হয়েছেন। অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজে দুরমুশ হওয়ার পরেও কেন পাকিস্তানকে ফেভারিটের তালিকায় শোয়েব রেখেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুন - ভারতের রাস্তা নিয়ে বেফাঁস মন্তব্য, পাল্টা খোঁচায় জখম ইংলিশ ক্রিকেটার

.