নিজস্ব প্রতিবেদন: তাঁর বয়স এখন মাত্র ২২ বছর। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্ট খেলেছেন মাত্র দুটো। আর একদিনের ম্যাচ খেলেছেন সবে ১১টি। কিন্তু, এখন থেকেই তাঁকে ভয় পেতে শুরু করেছেন, গোটা বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা। হ্যাঁ, কূলদীপ যাদবের কথাই বলা হচ্ছে। ইডেনে অজিদের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিকও করেছেন তিনি। নাম লিখে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে ভারতের জেতার জন্য, অনেকটাই অবদান কূলদীপ যাদবের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন "ভারত আসুক পাকিস্তানে খেলতে। গোটা লাহোর এক হয়ে দাঁড়াবে।" সম্প্রীতির বার্তা খালিলের


সেই কূলদীপ এখন মনোনিবেশ করছেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে। যা কিনা দেশের মাটিতে আগামী ২২ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে। দেশের মাটিতে তো সব প্রজন্মের সব ভারতীয় স্পিনাররাই টপাটপ করে উইকেট পান। তাই কেউ কেউ বলছেন, তরুণ এই ভারতীয় বোলারের আসল পরীক্ষা হবে আগামী বছরের দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সফরের সময়। এই বিষয়ে একটি সাক্ষাতকারে প্রশ্ন করা হলে, কূলদীপ যাদব বলেন, 'আমি ছোটবেলা থেকেই কংক্রিটের পিচে বোলিং করা অভ্যাস করেছি। কংক্রিটের পিচেই বল ঘুরিয়েছি। বিশ্বাস করি, যদি আমি কংক্রিটের পিচেও বল ঘোরাতে পারি, তাহলে বিশ্বের যেকোনও পিচেই বল ঘোরাতে পারব।২০০৪ সালে তো ফাস্ট বোলার হিসেবেই বল করা শুরু করেছিলাম। তখন আমার কোচই পরামর্শ দেন স্পিন বোলিং শুরু করার জন্য।তারপর থেকে স্পিনার হয়ে উঠলাম। তাই কোনও কিছুতেই চিন্তা করি না। দেশের মাঠ নাকি বিদেশের মাঠ। আমার কাজ একটাই। এমন বল ঘোরানো যাতে ব্যাটসম্যান আউট হয়। সেই কাজটাই ধারাবাহিকভাবে এবং সফলভাবে করে যেতে চাই।'


আরও পড়ুন এবার কমিক হিরো হচ্ছেন সচিন তেন্ডুলকর