এবার কমিক হিরো হচ্ছেন সচিন তেন্ডুলকর

Updated By: Oct 18, 2017, 02:34 PM IST
এবার কমিক হিরো হচ্ছেন সচিন তেন্ডুলকর

নিজস্ব প্রতিবেদন: সচিন তেন্ডুলকরের আত্মজীবনী অনেক আগেই প্রকাশিত হয়েছিল। তাঁকে নিয়ে বায়োপিকও তৈরি হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হল। তিনি 'ক্রিকেট ঈশ্বর' বলে কথা। তাঁর আত্মজীবনী থেকে তাঁর বায়োপিক, দুটোই দারুণ পছন্দের সচিনপ্রেমী তথা এই দেশের ক্রিকেটপ্রেমীদের। এবার সচিনপ্রেমী এবং ক্রিকেটের জন্য ফের সুখবর। কারণ, সচিন তেন্ডুলকরকে খুব শীঘ্রই দেখা যাবে কমিক হিরোর চরিত্রে!

আরও পড়ুন "ভারত আসুক পাকিস্তানে খেলতে। গোটা লাহোর এক হয়ে দাঁড়াবে।" সম্প্রীতির বার্তা খালিলের

সচিনের আত্মজীবনীর নাম হল, 'প্লেয়িং ইট মাই ওয়ে'। মুম্বইয়ের একটি বহুল প্রচারিত সংবাদপত্রের খবর অনুয়ায়ী, খুব শীঘ্রই সচিনের আত্মজীবনীর একটি কমিক সংস্করণ প্রকাশিত হবে। যাতে থাকবে ২৫টি পাতা। এই ২৫ পৃষ্ঠাতেই তুলে ধরা হবে, ক্রিকেট মাঠে সচিনের নায়কোচিত জীবন। বইতে থাকবে সচিনের বিশ্বকাপ জেতা থেকে শারজার সেই মরুঝড়ের গল্পও। বইটি প্রকাশ পাবে হাটচেট ইন্ডিয়া পাবলিসিং হাউস থেকে। তাদের পক্ষ থেকে থমাস আব্রাহাম বলেছেন, 'সচিনের নিজের টিমই এই বইটার উপর কাজ শুরু করেছে। নতুন প্রজন্মের পাঠকদের বইটি খুবই ভাল লাগবে বলে আমরা আশাবাদী। সচিন তেন্ডুলকরের ৪৮৬ পৃষ্ঠার আত্মজীবনীর দামের অর্ধেক দামে পাওয়া যাবে এই বইটি।'

আরও পড়ুন  গোল করেই ভাংড়া নাচলেন বিরাট কোহলি, ভিডিও ভাইরাল

.