করোনা আতঙ্ক: আইপিএলের আকাশে কালো মেঘ; ফাঁকা গ্যালারিতে হবে ক্রোড়পতি লিগ!
এই অবস্থায় আদৌ আইপিএল করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও আইপিএল হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের প্রকোপে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে। ক্রীড়াক্ষেত্রেও ব্যপক প্রভাব পড়েছে মারণ ভাইরাসের। পরিস্থিতি উদ্বেগজনক। ইতিমধ্যেই WHO জানিয়েছে করোনা 'প্যানডেমিক'! এদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনওরকম জমায়েত এড়িয়ে চলতে হবে। কারণ জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। তাই করোনা সংক্রমণের মাঝেই কোনও টুর্নামেন্ট করতে হলে তা ফাঁকা গ্যালারিতে অর্থাত্ দর্শকশূন্য আসনে করতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বিষয়টা জানিয়ে দিয়েছে ক্রীড়ামন্ত্রক।
করোনাভাইরাস ছড়াচ্ছে দ্রুত! সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত। ব্যতিক্রম নয় ভারতও। ২৯ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হওয়ার কথা। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। কিন্তু এরই মধ্যে আইপিএল বাতিলের ডাক উঠেছে। মাদ্রাজ হাই কোর্টে আইপিএল বন্ধের দাবি তুলে মামলা করা হয়েছে। ২৯ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার। মুম্বই ও চেন্নাইয়ের এই ম্যাচ হবে কি না, তা নিয়েও এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে বিদেশি ক্রিকেটারদের ভিসা দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাত্, টুর্নামেন্ট শুরুর পরও প্রায় ১৬দিন বিদেশি ক্রিকেটাররা খেলতে পারবেন না আইপিএলে। কারণ ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা। ২৯ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। কারণ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।
এই অবস্থায় আদৌ আইপিএল করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও আইপিএল হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আইপিএল করতেই হলে দর্শকশূন্য গ্যালারিতে টুর্নামেন্ট করার নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়়ামন্ত্রক। গোটা বিষয়টি নিয়ে আলোচনার জন্য শনিবারই বৈঠকে বসতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
আরও পড়ুন - করোনা 'প্যানডেমিক'! সচিন-লারাদের সচেতনতার সিরিজ এবার ফাঁকা গ্যালারিতে