গরম, দেরিতে শুরু হবে আই লিগের খেলা

গরমের কারণে আই লিগের শেষ পর্বে কলকাতার ম্যাচগুলির সময়সূচি পরিবর্তন হতে চলেছে। আই লিগের শুরুতে কলকাতার দলগুলির হোম ম্যাচ শুরু হত সন্ধ্যে সাড়ে ছটায়। কিন্তু আই লিগের ডার্বিতে বিদ্যুত বিভ্রাটের পর থেকে ফ্ল্যাডলাইটে ম্যাচ বন্ধ হয়ে যায়। তারপর থেকে দুপুর দুটোয় ম্যাচ হচ্ছিল। কিন্তু মার্চ মাসেই শহরে বাড়ছে তাপমাত্রা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা।

Updated By: Mar 7, 2012, 09:29 PM IST

গরমের কারণে আই লিগের শেষ পর্বে কলকাতার ম্যাচগুলির সময়সূচি পরিবর্তন হতে চলেছে। আই লিগের শুরুতে কলকাতার দলগুলির হোম ম্যাচ শুরু হত সন্ধ্যে সাড়ে ছটায়। কিন্তু আই লিগের ডার্বিতে বিদ্যুত বিভ্রাটের পর থেকে ফ্ল্যাডলাইটে ম্যাচ বন্ধ হয়ে যায়। তারপর থেকে দুপুর দুটোয় ম্যাচ হচ্ছিল। কিন্তু মার্চ মাসেই শহরে বাড়ছে তাপমাত্রা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তাই আই লিগ কমিটি চাইছে ম্যাচের সময় বদলাতে। বিকেল তিনটে বা সাড়ে তিনটেয় ম্যাচ শুরু করতে চাইছে তারা। সেক্ষেত্রে ফুটবলারদের কিছুটা সুবিধা হবে।

.