ফিফা র‍্যাঙ্কিয়ে সাত ধাপ পতন ভারতের

ফিফা ক্রমতালিকায় সাত ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার যে ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে একশো চুয়ান্ন নম্বরে রয়েছেন সুনীল ছেত্রীরা। আগের ফিফা র‍্যাঙ্কিংয়ে একশো সাতচল্লিশ নম্বরে ছিল ভারতীয় দল। মার্চ মাসে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলরা পর আর কোনও ম্যাচ খেলেননি সুনীল-রা। তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে এতটা অবনতি বলে মনে করা হচ্ছে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতির অঙ্গ হিসাবে বেঙ্গালুরুতে পাকিস্তানের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সতেরো আর কুড়ি আগস্ট এই ম্যাচদুটি হবে।

Updated By: Jun 5, 2014, 09:59 PM IST

ফিফা ক্রমতালিকায় সাত ধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার যে ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে তাতে একশো চুয়ান্ন নম্বরে রয়েছেন সুনীল ছেত্রীরা। আগের ফিফা র‍্যাঙ্কিংয়ে একশো সাতচল্লিশ নম্বরে ছিল ভারতীয় দল। মার্চ মাসে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলরা পর আর কোনও ম্যাচ খেলেননি সুনীল-রা। তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে এতটা অবনতি বলে মনে করা হচ্ছে। এদিকে এশিয়ান গেমসের প্রস্তুতির অঙ্গ হিসাবে বেঙ্গালুরুতে পাকিস্তানের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সতেরো আর কুড়ি আগস্ট এই ম্যাচদুটি হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থানে থেকে বিশ্বকাপে নামছে ব্রাজিল। আসন্ন বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবারই শেষবারের মতো র‍্যাঙ্কিংয় প্রকাশ করল ফিফা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে পিছনে ফেলে একধাপ উঠে এসেছে নেইমারের ব্রাজিল। এক ও দুই নম্বরে থেকে বিশ্বকাপে নামছে স্পেন ও জার্মানি। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুধাপ করে উঠে এসেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অনেকদিন পর প্রথম দশে জায়গা করেছে ওয়েন রুনির ইংল্যান্ড। নতুন র‍্যাঙ্কিংয়েপ্রথম বারোয় নেই দুই প্রাক্তন চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও ফ্রান্স।

.