নিজস্ব প্রতিবেদন: আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত বনাম আফগানিস্তান (IND vs AFG)। বুধবার ভারতের পারফরম্যান্সের দিকেও যেমন চোখ থাকবে তেমনই সকলের নজরে থাকবেন দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার জন্য় বুমরার প্রয়োজন মাত্র ৩ উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাহলে বুমরা টপকে যাবেন যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। চাহাল এই মুহূর্তে দেশের জার্সিতে সবচেয়ে বেশি টি-২০ উইকেট নিয়েছেন। ৪৯ ম্যাচে ৬৩টি উইকেট আছে চাহালের। অন্যদিরে বুমরার ঝুলিতে আছে ৫২ ম্যাচে ৬১ উইকেট। সদ্যসমাপ্ত আইপিএলে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়েছেন তিনি। মরসুমের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি।


আরও পড়ুন: WT20: Virat Kohli-র সাফল্যের খিদে নিয়ে মুখ খুললেন Rohit Sharma


চলতি টি-২০ বিশ্বকাপের আগে বুমরা দেশের হয়ে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে খেলেছিলেন দেশের হয়ে। পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল গতবছর জানুয়ারি মাসে। দেখতে গেলে প্রায় এক বছরেরও বেশি সময় পর প্রত্য়াবর্তন করছেন বুমরা। দেশের তারকা পেসার বুমরা ভারতের জার্সিতে ২৪টি টেস্ট খেলে ১০১টি উইকেট নিয়েছেন। ৬৭টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১০৮টি উইকেট রয়েছে বুমরার। এবার দেখার এদিন আবু ধাবিতে বুমরা ইতিহাস লিখতে পারেন কি না!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)