IND vs SA 3rd Test Day 2: কোহলির অনন্য 'সেঞ্চুরি', বুমরার পাঁচে দঃআফ্রিকা থামল ২১০ রানে
আগুনে বোলিং করলেন জসপ্রীত বুমরা
নিজস্ব প্রতিবেদন: কেপটাউনের নিউল্যান্ডসে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট (Ind vs SA, 3rd Test) চলছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে ২২৩ রান তুলেছিল। কোহলির ব্যাট থেকে আসে ৭৯ রানের সংযমী ইনিংস। পূজারা করেন ৪৩। জবাবে বুধবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল ২১০ রানে। ১৩ রানে পিছিয়ে তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে বড় অবদান রাখলেন চারে ব্যাট করতে নামা কিগান পিটারসেন। ৪৫ রানে তিন উইকেট হারানো দলের হাল ধরেন তিনি। পিটারসেনের ব্যাট থেকে আসে ৭২ রানের ধৈর্যশীল ইনিংস। পিটারসেন ছাড়া একজনও প্রোটিয়া ব্যাটারও তিরিশের গন্ডি টপকাতে পারেননি এই ইনিংসে।
(@OfficialCSA) January 12, 2022
আরও পড়ুন: IPL 2022: ১৫ কোটি! নতুন দুই ফ্র্যাঞ্চাইজির প্রথম পছন্দের ক্রিকেটার পাবেন এই টাকাই
ভারতের হয়ে আগুনে বোলিং করলেন জসপ্রীত বুমরা। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। দু'টি করে উইকেট পেলেন উমেশ যাদব, মহম্মদ শামির। একটি উইকেট শার্দূল ঠাকুরের। অন্যদিকে ক্যাপ্টেন কোহলি এদিন করে ফেললেন এক অনন্য সেঞ্চুরি। লাল বলের ক্রিকেটে কোহলির ১০০টি ক্যাচ নেওয়া হয়ে গেল। অনন্য সেঞ্চুরির এলিট ক্লাবে কোহলি নাম লেখালেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid), ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) ও সচিন তেন্ডুলকরদের (Sachin Tendulkar) ক্লাবে। এদিন শামির বলে টেম্বা বাভুমার ক্যাচ তালুবন্দি করতেই কোহলির শততম টেস্ট ক্যাচ চলে আসে।
(@BCCI) January 12, 2022
টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন যাঁরা:
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) - ২০৯টি ক্যাচ ১৬৩ ম্যাচে
ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) -১৩৫টি ক্যাচ ১৩৪ ম্যাচে
সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) - ১১৫টি ক্যাচ ২০০ ম্যাচে
সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)- ১০৮টি ক্যাচ ১২৫ ম্য়াচে
মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)- ১০৫টি ক্যাচ ৯৯ ম্যাচে
বিরাট কোহলি (Virat Kohli)- ১০০টি ক্যাচ ৯৯ ম্যাচে