IND vs SA, ICC T20 World Cup 2022: বিরাট লোপ্পা ক্যাচ ফেলে দেবেন! ভাবতেই পারছেন না অশ্বিন, ভুবি

জঘন্য ফিল্ডিং করলেন বিরাট। ব্যক্তিগত ৩৪ রানের মাথায় আইডেন মার্করামের সহজ ক্যাচ ফেলে দিলেন। অশ্বিন বিশ্বাস করতে পারছিলেন না। হাতে ধরেও দুবার বাউন্স সামলাতে পারলেন না বিরাট। 

Updated By: Oct 30, 2022, 10:52 PM IST
IND vs SA, ICC T20 World Cup 2022: বিরাট লোপ্পা ক্যাচ ফেলে দেবেন! ভাবতেই পারছেন না অশ্বিন, ভুবি
এই দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এটা কি আদৌ বিরাট কোহলি! মানে যিনি লোপ্পা ক্যাচ ফেলে দিলেন তিনি কি সত্যি বিরাট কোহলি! রবিচন্দ্রন অশ্বিন থেকে শুরু করে রোহিত শর্মা এমনকি ঋষভ পন্থ, সবাই কিন্তু এহেন বিরাটকে দেখে অবাক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ার যুগে এই ভিডিয়ো ভাইরাল হতে কিন্তু সময় লাগল না। 

জঘন্য ফিল্ডিং করলেন বিরাট। ব্যক্তিগত ৩৪ রানের মাথায় আইডেন মার্করামের সহজ ক্যাচ ফেলে দিলেন। অশ্বিন বিশ্বাস করতে পারছিলেন না। হাতে ধরেও দুবার বাউন্স সামলাতে পারলেন না বিরাট। গোটা স্টেডিয়াম চুপচাপ। ক্যাচ ফস্কে নিজেও হাসছিলেন তিনি। এই একটা মুহূর্ত তাঁকে 'ভিলেন' বানিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

আরও পড়ুন: IND vs SA, ICC T20 World Cup 2022: কার্তিকের চোট কতটা গুরুতর? কী আপডেট দিলেন ভুবনেশ্বর কুমার? জেনে নিন

আরও পড়ুন: ICC T20 World Cup 2022, IND vs SA: 'কিলার মিলার'-মার্করামের পরাক্রমে জ্বলে গেল সূর্য কুমারের লড়াই

বিরাট যে এমনভাবে হেলায় ক্যাচ ফেলতে পারেন, সেটা ভাবতেই পারছেন না ভুবনেশ্বর কুমার। এদিন ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। ক্যাচ ফস্কানোর প্রসঙ্গ এলে ভুবি বলেন, 'ক্যাচ ধরলে যে ম্যাচ জেতা যায় এটা তো সবাই জানে। ক্যাচটা ধরলে অবশ্যই আমাদের জন্য ভালো হত। এই ক্যাচ মিসটা বড় ফ্যাক্টর হয়ে গেল।' 

যেদিন ভাগ্য খারাপ থাকে সেদিন সবকিছুই খারাপ হয়। এক ওভার পর মার্করামের সহজ রান আউট মিস করে গেলেন রোহিত। তিনটে উইকেট দেখতে পাচ্ছেন, এমন জায়গা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে রান আউট মিস ক্ষমা করা যায় না। সেটাই করলেন ভারত অধিনায়ক। ফলে টিম ইন্ডিয়ার অধিনায়ক ও প্রাক্তন অধিনায়কের ভুলে যে ম্যাচ হারতে হল সেটা কিন্তু বলাই যায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.