দ.আফ্রিকা বোলারদের নিয়ে ছেলেখেলা করে দারুণ জয় মায়াঙ্কাদের

Updated By: Sep 29, 2015, 02:57 PM IST
দ.আফ্রিকা বোলারদের নিয়ে ছেলেখেলা করে দারুণ জয় মায়াঙ্কাদের

দক্ষিণ আফ্রিকা ১৮৯/৩
ভারতীয় এ ১৯৩/২ (১৯.৪ ওভার)

ওয়েব ডেস্ক: ভারত সফরের শুরুটা ভাল হল না ফাফ দু প্লেসিস, এবি ডেভিলিয়ার্সদের। ধোনি, কোহলিদের কাছে বড় পরক্ষীয় বসার দু দিন আগে ভারতীয় এ দলের কাছে হারতে হল দক্ষিণ আফ্রিকাকে।

 দিল্লির পালামে টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে মনদীপ সিংয়ের নেতৃত্বে খেলা ভারতীয় এ দল হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকাকে। ২ অক্টোবর থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে এটাই ছিল প্রস্তুতির সেরা মঞ্চ। সেই ম্যাচে প্লেসিস-ডেভিলায়র্সদের হারিয়ে ধোনিদের মনোবল বাড়ালেন মনন ভোরা, সঞ্জু স্যামসনরা। টি২০ সিরিজে স্টেইন-মর্কেল হীন দক্ষিণ আফ্রিকার কাজ যে কঠিন হবে সেটাও দেখিয়ে দিলেন মায়াঙ্কারা ১৯০ রান তাড়া করে জিতে।

প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা করে ১৮৯ রান। দুমিনি (৩২ বলে ৬৮),ডিভিলিয়ার্সরা হেলায় রান তোলেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় এ দল শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করে। দুই ওপেন মনন ভোরা, মায়াঙ্ক আগরওয়ালরা ওপেনিংয়ে মাত্র ৭৬ বলে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত গড়ে দেন। মায়াঙ্ক করেন ৪৯ বলে ৮৭ রান। মারেন ২দুটো ওভার বাউন্ডারি, আর ১২টা বাউন্ডারি। মনন করেন ৫৬ রান। এরপর তিন নম্বরে নেমে সঞ্জু স্যামসনের ২২ বলে ৩১ রানের ইনিংস দলকে জয় এনে দয়। দক্ষিণ আফ্রিকার সব বোলাররাই ব্যর্থ। টি২০ সিরিজে প্রোটিয়ারা বোলিংয়ে যে দুজনের ওপর তাকিয়ে থাকবেন সেই কেইল অ্যাবট ( ৪ ওভারে ৪৩ রান দেন), তাহির দেন ৩ ওভারে ২৬ রান। 

ভারতের মাটিতে নেমে শুরুটা একদম ভাল না দক্ষিণ আফ্রিকার বোলারদের।

Tags:
.