কটকে হেরে সিরিজ হার ভারতের, ধোনিদের ইডেনের ম্যাচ এখন শুধু ০-৩ বাঁচানোর লড়াই
ভারত-৯২ (১৭.২ ওভার)। দক্ষিণ আফ্রিকা- ৯৬/৪ (১৭.১ ওভার)
ওয়েব ডেস্ক: সিরিজ বাঁচাতে নেমে ডাহা ফেল করল ভারত। পেস থেকে স্পিন। সবেতেই ব্যর্থ আইপিএলের দেশের কোটিপতি ব্যাটসম্যানরা। কটকে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারেই ভারত অলআউট ৯২ রানে। ৮৮ রান রক্ষা করে সিরিজে সমতায় ফিরবেন ধোনিরা এমন আশা আর কেউ করেননি। বাস্তবেও হল না। তা টিমে যতই তিন স্পিনার থাকুন না কেন। লড়াই করার মত রান বোলারদের দিতেই পারলেন না ব্যাটসম্যানরা।
মানে যা দাঁড়াল কটকেই টি২০ সিরিজের যবনিকা পাত পড়ে গেল। বৃহস্পতিবার ইডেনের ম্যাচটা ধোনিদের কাছে শুধুই হোয়াইটওয়াশ রক্ষার লড়াই হয়ে দাঁড়াল। শিয়রে দেশের মাটিতে টি২০ বিশ্বকাপ। তার আগে ধোনিদের এই হতশ্রী পারফরম্যান্স চিন্তায় রাখবে সবাইকে।
ইমরান তাহির থেকে অ্যালিবাই মর্কেল। দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে একেবারে অসহায় আত্মসমর্পণ কটকের বারাবাটি স্টেডিয়ামে। কাটে ঘায়ে নুনের ছেঁটার মত যোগ হল জোড়া রান আউট। তবে সবচেয়ে আশঙ্কার জায়গাটা হল ইমরান তাহিরের ঘূর্ণির হদিশ করতে না পারা। সবে সিরিজের শুরু হয়েছে। এখনও বাকি একটা টি টোয়েন্টি, পাঁচটা ওয়ানডে আর টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে সচিন, দ্রাবিড়রা যাকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক বোলার বলেছিলেন সেই তাহির বুঝিয়ে দিলেন কেন তিনি বিপজ্জনক। তাহির ফেরালেন রায়না (২২), আর হরভজনকে (০)। রোহিত (২২), আর কোহলি (১) বাজে রান আউট করে দলের ওপর পাহাড়প্রমাণ চাপ রেখে গেলেন। সেই চাপটা আরও বেড়ে গেল তাহির আর মর্কেলের স্পেলে। মর্কেল নিলেন ৩ উইকেট। রোহিত, আর রায়না ছাড়া ভারতের আর কেউ ২০-এর গণ্ডি টপকাতে পারেনি। চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।