কুড়ির দুনিয়ায় ফিরেই ধোনি,যুবিরা বাঘ

টেস্ট সিরিজে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। পুণেতে আয়োজিত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল জিতল বেশ সহজেই। টসে জিতে ফিল্ডিং করার পুণের পিচের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেন ধোনি। টেস্ট সিরিজ জুড়ে ব্রাত্য থাকা বাংলার অশোক দিন্দা ভারতের হয়ে বোলিং শুরু করেন। নতুন চেহারার ইংল্যান্ড দলকে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। তৃতীয় ওভারেই ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন টেস্ট সিরিজে বল হাতে হতাশ করা অশ্বিন। এরপর অবশ্য হালসের ব্যাটিং ইংল্যান্ডকে চাগিয়ে তোলে। তবে হালস ফিরতেই ইংল্যান্ড চাপে পড়ে যায়।

Updated By: Dec 20, 2012, 10:22 PM IST

ইংল্যান্ড: ১৫৭/৬, ভারত: ১৫৮/৫ (১৭.৫ ওভার)
টেস্ট সিরিজে লজ্জার হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। পুণেতে আয়োজিত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দল জিতল বেশ সহজেই।
টসে জিতে ফিল্ডিং করার পুণের পিচের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেন ধোনি। টেস্ট সিরিজ জুড়ে ব্রাত্য থাকা বাংলার অশোক দিন্দা ভারতের হয়ে বোলিং শুরু করেন। নতুন চেহারার ইংল্যান্ড দলকে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। তৃতীয় ওভারেই ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন টেস্ট সিরিজে বল হাতে হতাশ করা অশ্বিন। এরপর অবশ্য হালসের ব্যাটিং ইংল্যান্ডকে চাগিয়ে তোলে। তবে হালস ফিরতেই ইংল্যান্ড চাপে পড়ে যায়। হালসকে ফেরান যুবরাজ। এরপর যুবি ম্যাজিক শুরু। চার ওভার বল করে যুবি নিলেন তিন উইকেট। দিন্দাও শুরুতে কিছুটা নড়বড়ে থেকেও ১৮ রান দিয়ে নিলেন ২ উইকেট। তবু শেষের দিকে বাটলারের ৩৩ রানের সাহসি ইনিংস ইংল্যান্ডকে ১৫৭ রানের ভদ্রস্থ স্কোরে নিয়ে যায়।
ইংল্যান্ডের স্কোর দেখে টেস্ট সিরিজের কথা ভেবে ধোনিদের নিয়ে একটা ভয় ছিল। কিন্তু টি টোয়েন্টির দুনিয়ায় ধোনির দল যে অন্য সেটা প্রমাণ হল। যুবরাজ সিংয়ের ২১ বলে ৩৮ রানের ইনিংসটা জয়ের ঠিকানা লিখে দিল। সঙ্গে থাকল দশে মিলে করি কাজ কথাটারও স্লোগানও। মানে কোহলি থেকে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলা ধোনি সবাই দলের জয়ে অবদান রাখলেন।
যুবরাজ সিং হতাশ করে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের পর বাদ পড়েছিলেন। সেই যুবিই দারুণ কামব্যাক ঘটিয়ে ফিরে এলেন টি টোয়েন্টিতে। পেলেন ম্যাচ সেরার পুরস্কার। আসলে টেস্ট আর টি-২০ ভারত যেন দুটো আলাদা। প্রথমের ভারতটা দেখে মনে হয় পা কাঁপছে, আর দ্বিতীয় ভারতকে দেখে মনে হয় চাপ দিচ্ছে!
সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ মুম্বইয়ে। টেস্ট সিরিজে মুম্বই থেকেই পতন শুরু হয়েছিল ধোনির। আবার সেই ধোনি। ভাগিস্য টেস্টের ভারত আর টি-২০ ভারত দুটো আলাদা!

.