টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্যাঙ্ককে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সতেরো রানে হারিয়ে দিলেন ঝুলনরা। প্রথমে ব্যাট করে ওপেনার মিথালিরাজের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ভারত কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো একুশ রান করে। মিথালি তিয়াত্তর রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভাল করলেও নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে।
ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্যাঙ্ককে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সতেরো রানে হারিয়ে দিলেন ঝুলনরা। প্রথমে ব্যাট করে ওপেনার মিথালিরাজের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ভারত কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো একুশ রান করে। মিথালি তিয়াত্তর রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুটা ভাল করলেও নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে।
আরও পড়ুন মোদী শাস্তির হুমকি দিতেই উল্টো স্রোত!
শেষ পর্যন্ত ছয় উইকেটে একশো চার রান করেন মারুফরা। ভারতের একতা বিস্ত দুটি উইকেট পেয়েছেন। উল্লেখ্য এই নিয়ে ছবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার ধারা অব্যাহত রাখল ভারত। এবারের গ্রুপ লিগেও ভারত হারিয়েছিল পাকিস্তানকে।
আরও পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলল রাজ্য বিজেপি