ধোনিদের ভরাডুবির মাঝে ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয় ঝুলনদের
ওয়েব ডেস্ক:
ইংল্যান্ড মহিলা-৯২, ১০২
ভারতীয় মহিলা-১১৪,১৮৩/৪
ভারতীয় মহিলারা ৬ উইকেটে জয়ী
ব্রিটিশদের দেশে ধোনিরা যখন ওভালে মাথা নিচু করে হারের অপেক্ষায় তখন ঐতিহাসিক জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আট বছর পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের মাটিতে দুরন্ত জয় পেল মিতালি রাজের দল। আর ভারতীয় মহিলাদের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার মেয়ে ঝুলন গোস্বামী।
ভারতীয় মহিলা দলের ক্রিকেটররা প্রথম ইনিংসে ১১৪ রানে অল আউট হয়ে গিয়েছিলেন। প্রথম ইনিংসে মিতালি রাজের দলের কাছে লিড ছিল ২২ রানের। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড করে ২০২ রানে। জবাবে অধিনায়কচিত ইনিংস খেলে মিতালি রাজ (৫০ অপ) দলকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দেয়। ভারতীয় মহিলা দলে এই টেস্টে ৮জন ক্রিকেটারের অভিষেক হয়েছিল। মহিলা ক্রিকেটে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। সেই দলের বিরুদ্ধে টেস্ট জিতে মিতালি-ঝুলনরা বার্তা দিলেন ধোনিদের নিয়ে বেশি মাতামাতি হলেও কাজের কাজটাকে কিন্তু তাঁরাই করছেন। দ্বিতীয় ইনিংসে ঝুলন নিলেন চারটি উইকেট।