India Vs Malaysia ATC Hocky Final: পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয়, ফাইনালে মালয়েশিয়াকে উড়িয়ে জিতল টিম ইন্ডিয়া
India Vs Malaysia ATC Hocky Final খেলার শুরুর দিকেই ফ্লিক থেকে গোল করেন যুগরাজ সিং। এর পর থেকে আর ছন্দ ধরে রাখতে পরেনি হরমনপ্রীত, আকাশদীপরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় ১-৩ গোলে পিছিয়ে ছিল হরমনপ্রীতদের ভারত। শেষপর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির ফাইনালে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারাল ভারত। শনিবার চেন্নাইয়ের মেয়র রাধকৃষ্ণন স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকির ফাইনালে জিতল ভারত।
আরও পড়ুন-ডার্বির রং লাল-হলুদ, কথা রাখলেন কুয়াদ্রাত, বৃষ্টিতেও জ্বলল আবেগের মশাল
খেলার শুরুর দিকেই ফ্লিক থেকে গোল করেন যুগরাজ সিং। এর পর থেকে আর ছন্দ ধরে রাখতে পরেনি হরমনপ্রীত, আকাশদীপরা। খেলার ১৪ মিনিটের মাথায় ভারতের বক্সে ঢুকে শর্ট নেন আজুয়া হাসান। সেই শর্ট ভারতীয় খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় আবু কামালের কাছে। তাঁর শর্টেই সমতা ফেরায় মালয়েশিয়া। এরপর ১৮ মিনিটে দ্বিতীয়বার ভারতের উপরে আঘাত হালে মালয়েশিয়া। দলের হয়ে দ্বিতীয় গোল করেন রাহিম রাজি। ওইসময় অবশ্য ১০ জনে খেলেছিল ভারত। কারণ গ্রিনকার্ড দেখেছিলেন গুরজন্ত সিং। পরপর দুটি গোল খাওয়ার পরও মালয়েশিয়ার আক্রমণ ঠেকাতে পারেনি ভারত। মালয়েশিয়ার হয়ে তৃতীয় গোল করেন মহম্মদ আলিমুদ্দিন। ভারত পিছিয়ে পড়ে ১-৩ গোলে।
এদিকে, তিন গোল হজম করার পরেই ঘুরে দাঁড়ায় ভারত। সুখজিত্কে ফাউলের দৌলতে পেনাল্টি কর্নার পেয়ে যায় ভারত। সেখান থেকেই মালয়োশিয়ার জালে বল জড়িয়ে দেন হরমনপ্রীত। ওই গোল আসার পরই উজ্জিবীত হয়ে ওঠে গোটা টিম। হরমনপ্রীতের বাড়ানো বল থেকে মালয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন গুরজন্ত সিং। বিপক্ষের সঙ্গে সমতা(৩-৩) ফিরিয়ে ফেলে টিম ইন্ডিয়া। সমতা ফেরার পরই কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে মালয়েশিয়া। এর মদ্যেই ৫৬ মিনিটের মাথায় গোল করেন আকাশদীপ সিং। আর ঘুরে দাঁড়িতে পারেনি মালয়েশিয়া। এনিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির খেতাব জিতল ভারত।
খেলার দ্বিতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার ঝাঁঝ ছিল দেখার মতো। বলা যেতে পারে ভারতকে সেক্ষেত্রে কিছুটা ছন্নছাড়াই দেখাচ্ছিল। তবে প্রথমার্ধে দুটো গোল খাওয়ার পরেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে অভিজ্ঞ ভারত। যে মাঝমাঠকে কিছুটি ছন্দহীন দেখাচ্ছিল তার অনেকটাই গুছিয়ে নেন হরমনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হরমনপ্রীত। তাতেই চাঙ্গা হয়ে ওঠে গোটা দল। এরপরই মালয়েশিয়ার গোল বল জড়িয়ে দিয়ে ম্যাচের ফল ৩-৩ করে দেন গুরজন্ত সিং। একেবারে ৫৬ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে ভারতকে জয় এনে দেন আকাশদীপ। সেই ব্যবধান আর কম করতে পারেনি মালয়েশিয়া।