আজ হোয়াইট ওয়াশের লক্ষে নামছে ধোনি ব্রিগেড

মোহালিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। এবার ধোনিদের লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ। দোসরা এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতেছিল ভারত। পাঁচ মাস পর আবার ধোনির ভারত ফিরতে চলেছে মুম্বইয়ের এই পয়া মাঠে।

Updated By: Oct 22, 2011, 11:34 PM IST

মোহালিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। এবার ধোনিদের লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ। দোসরা এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতেছিল ভারত। পাঁচ মাস পর আবার ধোনির ভারত ফিরতে চলেছে মুম্বইয়ের এই পয়া মাঠে। সিরিজে তিন-শূন্যয় এগিয়ে ভারত।তবে ভারত অধিনায়ক অবশ্য এই ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ।তাই দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট পাওয়া উমেশ যাদবের জায়গায় দলে ঢোকার সম্ভাবনা রয়েছে বরুন অ্যারনের।দলের একাংশ চাইছে মুম্বইয়ের পিচের চরিত্রের কথা মাথায় রেখে স্পিনার রাহুল শর্মাকে খেলাতে। সচিন, সেওয়াগদের মত সিনিয়ারদের অনুপস্থিতিতে কুকদের বিরুদ্ধে এই সিরিজ তরুণদের কাছে দারুণ সুযোগ নিজেদের মেলা ধরার।তাই অধিনায়ক ধোনি চান, তরুণ ব্যাটসম্যানদের বেশি ওভার ব্যাট করার সুযোগ করে দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করাতে। ইংল্যান্ডের কাছে মুম্বই ম্যাচ নেহাতই সম্মানরক্ষার ম্যাচ।হোয়াইট ওয়াশ আটকাতে মরিয়া কুক,পিটারসনরা। শূন্য-তিনে পিছিয়ে থাকলেও,এখনও ইয়ান বেলকে প্রথম একাদশে খেলাতে নারাজ ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

.