নিজস্ব প্রতিবেদন : দুই দিনে ১০৫.৪ ওভার ফিল্ডিং করেছে টিম ইন্ডিয়া। চতু্র্থ দিনেও কোহলি আবার নামলেন ফিল্ডিংয়ে। ৩২৬ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ভারতীয় অধিনায়ক প্রোটিয়াদের ফলো-অন করালেন। ফের ব্যাটিং করতে নেমেও সমস্যায় পড়ল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে খেলার শেষে একটাই প্রশ্ন ছিল, এত রানে এগিয়ে থাকার পর কোহলি কি দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করাবেন! পুণে টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ফলো-অন করানোর সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক। ম্যাচের এখনও দুদিন বাকি। এমন অবস্থায় লম্বা ইনিংস না খেললে হার অবধারিত দক্ষিণ আফ্রিকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  মহারাজের শাসনের চেষ্টা ব্যর্থ, রাজত্ব ফিরে পেল কোহলির ভারত



পুণে টেস্ট জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। আর সেইসঙ্গে টানা ১১টি সিরিজ জয়ের হাতছানি কোহলিদের সামনে। এর আগে দুবার দশটি সিরিজ টানা জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। এবার সেই রেকর্জ টপকে যাওয়ার সুযোগ রয়েছে কোহলির ভারতের সামনে। তবে তৃতীয় দিনে ভারতীয় বোলাররা দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ভেঙে দেওয়ার পরও লোয়ার অর্ডার লড়াই চালিয়েছিল। কেশব মহারাজ একার হাতে লড়াই চালিয়েছিলেন। প্রোটিয়াদের শেষ দুই উইকেট ফেলতে গিয়ে কালঘাম ছুটেছিল অশ্বিন, শামিদের। কিন্তু শেষ পর্যন্ত ২৭৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।


আরও পড়ুন-  বিতর্কিত সিদ্ধান্ত! রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলে গোটা ম্যাচ টুইটারে তুললেন মেরি কম


দ্বিতীয় ইনিংসের শুরুতেই জ্বলে উঠলেন ইশান্ত শর্মা। দ্বিতীয় বলেই এলবিডব্লিউ করে দিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্করামকে। এলগার (৪৮) ও ডুপ্লেসি এখন ক্রিজে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা ৭১ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছে। প্রথম ইনিংসেও ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তার পর দলকে সাময়িক স্বস্তি দিয়েছিল ডুপ্লেসি ও কুইন্টন ডিককের ৭৫ রানের পার্টনারশিপ। শেষের দিকে কেশব মহারাজ ও ভেরনন ফিলান্ডার মিলে ১০৯ রানের পার্টনারশিপ খেলে দলকে সম্মানজনক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন।