এই বিষয়ে ইংরেজদের থেকে অনেক পিছনে ভারতীয়রা

ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ শুরু হওয়া আর মাত্র কয়েকদিনের ব্যবধান। প্রথমে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তারপর একে একে একদিনের ম্যাচের সিরিজ এবং টি২০ ম্যাচের সিরিজ। গত দশ বছরে ইংল্যান্ডই একমাত্র দল যারা ভারতে এসে সিরিজ জিতে গিয়েছে। তাই একটু সমীহ করতেই হবে বিরাট কোহলির দলকে। আবার এটাও ঠিক যে, বাংলাদেশের কাছেও হেরে আসছে ইংল্যান্ড। তাই অতটা ভয় না পেলেও বোধহয় চলবে। ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেট মাঠেও লড়াইটা যেন ভারতের কাছে আজও ২০০ বছরের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার মতো। সেই সিরিজে খেলতে নামার আগে একটা পরিসংখ্যানের দিকে তাকালে ভারতকে খানিকটা পিছিয়েই রাখতে হচ্ছে। তা হলো, ব্যক্তিগত রানের রেকর্ড। দুই দেশের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় চোখ বোলালে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। এবার আপনি নিজেই তালিকায় চোখ বোলান। কী মনে হয়, এবার এই রেকর্ডে উজ্জ্বল হবে ভারতীয়দের নাম। পাওয়া যাবে, বিরাট, চেতেশ্বর পূজারাদের নাম? উত্তর তো সময়ই দেবে।

Updated By: Oct 31, 2016, 02:19 PM IST
 এই বিষয়ে ইংরেজদের থেকে অনেক পিছনে ভারতীয়রা

ওয়েব ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ শুরু হওয়া আর মাত্র কয়েকদিনের ব্যবধান। প্রথমে হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তারপর একে একে একদিনের ম্যাচের সিরিজ এবং টি২০ ম্যাচের সিরিজ। গত দশ বছরে ইংল্যান্ডই একমাত্র দল যারা ভারতে এসে সিরিজ জিতে গিয়েছে। তাই একটু সমীহ করতেই হবে বিরাট কোহলির দলকে। আবার এটাও ঠিক যে, বাংলাদেশের কাছেও হেরে আসছে ইংল্যান্ড। তাই অতটা ভয় না পেলেও বোধহয় চলবে। ইংরেজদের বিরুদ্ধে ক্রিকেট মাঠেও লড়াইটা যেন ভারতের কাছে আজও ২০০ বছরের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার মতো। সেই সিরিজে খেলতে নামার আগে একটা পরিসংখ্যানের দিকে তাকালে ভারতকে খানিকটা পিছিয়েই রাখতে হচ্ছে। তা হলো, ব্যক্তিগত রানের রেকর্ড। দুই দেশের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় চোখ বোলালে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। এবার আপনি নিজেই তালিকায় চোখ বোলান। কী মনে হয়, এবার এই রেকর্ডে উজ্জ্বল হবে ভারতীয়দের নাম। পাওয়া যাবে, বিরাট, চেতেশ্বর পূজারাদের নাম? উত্তর তো সময়ই দেবে।

আরও পড়ুন দীপাবলির সেরা ১০ বাজির কোনটার সঙ্গে কোন বলিউড অ্যাক্টরের মিল আছে!

১) গ্রাহাম গুচ (ইংল্যান্ড) - ৩৩৩ রান

২) অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) - ২৯৪ রান

৩) জিওফ বয়কট (ইংল্যান্ড) - ২৪৬ রান

৪) ইয়ান বেল (ইংল্যান্ড) - ২৩৫ রান

৫) বিনোদ কাম্বলি (ভারত) - ২২৪ রান

আরও পড়ুন  ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন

.