অপরাজেয় তকমা পাওয়া এই খেলাতে হারল ভারত
বলেন কী! ধরুন অলিম্পিকে টেবিল টেনিসে হারল চিন। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপে হেরে গেল। কিংবা পেলের ব্রাজিল হেরে গেল ফুটবল বিশ্বকাপে। শুনে কী বলবেন! বলেন কী! তাই তো?
ওয়েব ডেস্ক: বলেন কী! ধরুন অলিম্পিকে টেবিল টেনিসে হারল চিন। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়া ফুটবল বিশ্বকাপে হেরে গেল। কিংবা পেলের ব্রাজিল হেরে গেল ফুটবল বিশ্বকাপে। শুনে কী বলবেন! বলেন কী! তাই তো?
পডুন- খেলার সব খবর
অনেকটা সেরকমই, বলা ভাল তার চেয়েও বেশি হল কবাডি বিশ্বকাপে ভারতের হার। কবাডি বিশ্বকাপের ইতিহাসে সব সংস্করণে জয়ী ভারত দেশের মাটিতে খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে গেল। হাড্ডাহাড্ডি উদ্বোধনী ম্যাচে কবাডি ভারতকে হারাল দক্ষিণ কোরিয়া। ম্যাচের ফল ৩২-৩৪। যে দক্ষিণ কোরিয়া কবাডি বিশ্বে মোটেও বড় নাম নয়। ভাবতে পারেন এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের দ্বিতীয় হার। কবাডি লিগ চালু হওয়ার পর খেলাটির জনপ্রিয়তা বাড়ছে।
১২ দেশের এই বিশ্বকাপে দুটো গ্রুপে খেলা হচ্ছে। ভারত আছে গ্রুপ এ-তে। দক্ষিণ কোরিয়ার কাছে হারের পর ভারত এবার খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।