প্রদর্শনী ম্যাচে পরাজিত ভারত

আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে লজ্জাজনক হার ভারতীয় ফুটবল দলের। কোচিতে প্যালেস্টাইনের কাছে ২-৪ গোলে হেরে গেল কোয়েভারম্যানসের দল। নেহরু কাপ জয়ের পর জাতীয় দলের জার্সিতে এটাই ছিল মেহতাবদের প্রথম ম্যাচ। তাই সুনীল ছেত্রীদের ঘিরে বিজয়নের শহরে উত্তেজনা ছিল তুঙ্গে।

Updated By: Feb 6, 2013, 09:36 PM IST

আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচে লজ্জাজনক হার ভারতীয় ফুটবল দলের। কোচিতে প্যালেস্টাইনের কাছে ২-৪ গোলে হেরে গেল কোয়েভারম্যানসের দল। নেহরু কাপ জয়ের পর জাতীয় দলের জার্সিতে এটাই ছিল মেহতাবদের প্রথম ম্যাচ। তাই সুনীল ছেত্রীদের ঘিরে বিজয়নের শহরে উত্তেজনা ছিল তুঙ্গে।
খেলার ১৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন ক্লিফোর্ড মিরান্ডা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আসরাফের গোলে সমতা ফেরায় প্যালেস্টাইন। কিন্তু বিরতির আগেই মেহতাব আর নবির কম্বিনেশন থেকে ফের লিড নেয় ভারত। ইস্টবেঙ্গলের মেহতাবের মাপা কর্ণারে মাথা ছুঁইয়ে ভারতকে এগিয়ে দেন মোহনবাগানের নবি। বিরতির পর ঝাঁপিয়ে পড়ে প্যালেস্টাইন।
বিপক্ষের আক্রমনের সামনে কার্যত ভেঙে পড়ে ভারতের ডিফেন্স। পরপর তিনটে গোল করে প্যালেস্টাইন। দুরন্ত হ্যাটট্রিক করেন আসরাফ। অপর গোলটি করেন হুসাম। দ্বিতীয়ার্ধে ভারতের নীল জার্সি গায়ে মাঠে নেমে ইতিহাস তৈরি করেন সদ্য ভারতীয় নাগরিক হওয়া ইজুমি আরাতা। ভারতীয় ফুটবলের ইতিহাসে তিনিই প্রথম বিদেশি ফুটবলার, যিনি জাতীয় দলের হয়ে খেললেন।

.