বিদেশে ব্যর্থতা চলছেই- নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হার ধোনিদের

বিদেশের মাটিতে ভরাড়ুবির পালা অব্যাহত ভারতীয় ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ডেও হারের ধারা অব্যাহত। এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজে হারল মহেন্দ্র সিং ধোনির দল। ওয়ানডে ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন দেশকে ধরাশায়ী করল আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দেশ নিউজিল্যান্ড। মঙ্গলবার হ্যামিলটনে চতুর্থ একদিনের ম্যাচে ভারত হারল ৭ উইকেটে। তৃতীয় ওয়ানডে ম্যাচে টাইয়ের পর ফের হারের সরণীতে ধোনির দল।

Updated By: Jan 28, 2014, 04:23 PM IST

ভারত- ২৭৮/৫
নিউজিল্যান্ড- ২৮০/৩ (৪৮.১ ওভারে)
১১ বল বাকি থাকতে নিউজিল্যান্ড জয়ী ৭ উইকেটে।

বিদেশের মাটিতে ভরাড়ুবির পালা অব্যাহত ভারতীয় ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার পর নিউজিল্যান্ডেও হারের ধারা অব্যাহত। এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের মাটিতে একদিনের সিরিজে হারল মহেন্দ্র সিং ধোনির দল। ওয়ানডে ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন দেশকে ধরাশায়ী করল আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দেশ নিউজিল্যান্ড। মঙ্গলবার হ্যামিলটনে চতুর্থ একদিনের ম্যাচে ভারত হারল ৭ উইকেটে। তৃতীয় ওয়ানডে ম্যাচে টাইয়ের পর ফের হারের সরণীতে ধোনির দল।

টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত করে ২৭৮ রান। রবীন্দ্র জাডেজা এদিনও দুরন্ত ইনিংস খেলেন। ধোনির ৭৯ রানের ইনিংসটাও ছিল দেখার মত। রোহিত শর্মাও বেশ কয়েকদিন পর রান পেলেন। ওপেনার হিসাবে নামা কোহলি ব্যর্থ। রাহানেও হতাশ করেন। আম্বাতি রায়াড়ু শুরুটা দারুণ করেও কাজে লাগাতে পারলেন না।

জবাবে ব্যাট করতে নেমে রস টেলরের দুরন্ত শতরানের সৌজন্যে সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। সিরিজে পরপর চারটি ওয়নাডেতে অর্ধশতরান করে নতুন রেকর্ড গড়লেন কেন উইলিমসনও। এদিন কেন করেন ৬০ রান। কিউই ব্যাটসম্যানদের জব্দে ফেলতে সাতজন বোলারকে ব্যবহার করেন ধোনি। তার মধ্যে উইকেট পান শুধু মহম্মদ সামি ও বরুন অ্যারন।

এতদিন দেখা যেত বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেটে ব্যর্থতার পিছনে আসল কারণ থাকেন ভারতীয় ব্যাটম্যানরা। কিন্তু এবার কিউই দেশের সিরিজে ভরাডুবির ওয়ানডে সিরিজের পিছনে থাকল বোলাররা। আজ যেমন হল হ্যামলিটনের ম্যাচে।

৫০ ওভারে ২৭৮ রান করার পরেও যেভাবে হাসতে হাসতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা জিতে এলেন তা দেখে বলতেই হচ্ছে এই বোলিং নিয়ে ২০১৫ বিশ্বকাপ ভাল কিছু করা অসম্ভব। এই নিউজিল্যান্ডেই (সঙ্গে অস্ট্রেলিয়া) বসবে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আসর। আর সে দেশেই যেভাবে ভরাডুবি হল তাতে ভারতীয় ক্রিকেট বিপদঘণ্টা বাজল বলা চলে।

শেষবার নিউজিল্যান্ড সফরে এসে ধোনির নেতৃত্বে ভারতীয় দল ওয়ানডে সিরিজ জিতেছিল ৩-১। কিন্তু এবার শুধু হতাশা। ৩১ জানুয়ারি,ওয়ালিংটনে সিরিজের শেষ ম্যাচ। এখন দেখার সেই ম্যাচ জিতে সিরিজে অন্তত একটা জয় আসে কিনা। তবে আসল পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে।

ক মাসে আগেই বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় এই নিউজিল্যান্ড। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ড হেরেছিল ০-৩।

.