বিশ্বকাপে দেশের 'লাকি থার্টির' ঘোষণা কাল

বৃহস্পতিবার ঘোষিত হবে বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দল। জাতীয় নির্বাচকদের নজরে বাংলার মনোজ তেওয়ারি। জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব,অক্ষর প্যাটেল,পারভেজ রসুলরা। তবে বীরেন্দ্র সেওয়াগ,গৌতম গাম্ভীরদের দলে থাকার সম্ভাবনা খুবই কম।

Updated By: Dec 3, 2014, 10:19 PM IST
বিশ্বকাপে দেশের 'লাকি থার্টির' ঘোষণা কাল

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ঘোষিত হবে বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দল। জাতীয় নির্বাচকদের নজরে বাংলার মনোজ তেওয়ারি। জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব,অক্ষর প্যাটেল,পারভেজ রসুলরা। তবে বীরেন্দ্র সেওয়াগ,গৌতম গাম্ভীরদের দলে থাকার সম্ভাবনা খুবই কম।

বৃহস্পতিবার আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য ভারতীয় দল বাছতে মুম্বইয়ে বসছেন জাতীয় নির্বাচকরা। আপাতত তিরিশ জনের দল ঘোষিত হবে। বিজয় হাজারে ট্রফি ও দেওধর ট্রফির পারফরম্যান্সের নিরিখে নির্বাচকদের নজরে রয়েছেন সূর্যকুমার যাদব, বাংলার মনোজ তেওয়ারি,মনীশ পান্ডে,মায়াঙ্ক আগরওয়াল,পারভেজ রসুল,অক্ষর প্যাটেল ও রবীন উথাপ্পা।

দলে জায়গা পাকা মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অশ্বিন, ইশান্ত শর্মা,ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, উমেশ যাদবদের। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য যুবরাজ সিং,সেওয়াগ, গৌতম গম্ভীর, জাহির খান ও হরভজন সিং এর এই দলে থাকার সম্ভাবনা খুবই কম। কারন নির্বাচকরা তরুণ ব্রিগেডের উপরই জোর দিতে চাইছেন।

.