জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায়দরাবাদে হয়ে গিয়েছে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ। উপলের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জেতা ম্য়াচটা শুধু মাঠেই রেখে আসেনি ভারত, হেরেই গিয়েছে! অলি পোপ (Ollie Pope) ও টম হার্টলে (Tom Hartley) কাঁটায় বিঁধে যায় রোহিত শর্মা অ্য়ান্ড কোং। বেন স্টোকসরা দুরন্ত লড়ে নিজামের শহরের দখল নেয়। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে যায়। ২৮ রানে হেরে ভারত সিরিজে ০-১ পিছিয়ে পড়েছে। এই হারের পরেই এক লজ্জাজনক পরিসংখ্য়ানের সঙ্গে জুড়ল ভারতের নাম। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবলে ভারত নামল বাংলাদেশেরও নীচে! হ্য়াঁ ঠিকই পড়েছেন। ভারত এখন পয়েন্ট তালিকায় পাঁচে! চারে বাংলাদেশ।
আরও পড়ুন: East Bengal: ১২ বছর পর ট্রফি লাল-হলুদের, ওড়িশাকে হারিয়ে সুপার কাপ, করে দেখালেন কুয়াদ্রাত
ইতিহাসে লেখা থাকবে যে, একুশ শতকে এই প্রথম ভারত ঘরের মাঠে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েও হেরে গেল। ভারত চলতি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে পাঁচটি টেস্ট খেলেছে। রোহিতরা দু'টি জিতেছেন ও দু'টি হেরেছেন। একটি টেস্ট ড্র করেছেন। পয়েন্ট পার্সেন্টেজ সিস্টেম ওরফে পিসিটি অনুযায়ী কোনও দল টেস্ট জিতলে ১২ পয়েন্ট পায়, ড্রয়ের জন্য আসে ৬ পয়েন্ট। আইসিসি সোমবার সকালে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট টেবল প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে সবার উপরে বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়া (৫৫.০০ পিসিটি), দুয়ে দক্ষিণ আফ্রিকা (৫০.০০ পিসিটি), তিনে নিউ জিল্য়ান্ড (৫০.০০ পিসিটি), চারে বাংলাদেশ (৫০.০০ পিসিটি) ও পাঁচে ভারত (৪৩.৩৩ পিসিটি)। বিশ্বের ১২টি টেস্ট খেলিয়ে দেশের আইসিসি ব়্য়াঙ্কিং যদি দেখা যায়, তাহলে আবার বাংলাদেশের জায়গাটা খুব ভালো ভাবেই স্পষ্ট। ভারত যেখানে বিশ্বের দু'নম্বর টেস্ট দল, সেখানে পদ্মাপাড়ের দেশ আছে নয়ে।
এরপর বিশাখাপত্তনমে ২-৬ ফেব্রুয়ারি ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। শুধু হায়দরাবাদেই নয়, বিশাখাপত্তনমেও বিরাট কোহলিকে পাবে না ভারত। ব্য়ক্তিগত কারণেই বিরাট নেই প্রথম দুই টেস্টে। তৃতীয় টেস্ট রাজকোটে, খেলা ১৫-১৯ ফেব্রুয়ারি, সেই টেস্ট থেকে আবার পাওয়া যাবে বিরাটকে। এরপর চতুর্থ টেস্ট রাঁচিতে, খেলা ২৩-২৭ ফেব্রুয়ারি। পঞ্চম তথা শেষ টেস্ট ধরমশালায়। খেলা ৭-১১ মার্চ।
আরও পড়ুন: IND vs ENG: হার্টলের হানায় নিজামের শহর ইংরেজদের, জেতা ম্য়াচ মাঠে রেখে এল ভারত!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)
বাংলাদেশেরও নীচে নামল ভারত! এ কী অবস্থা, লজ্জার শেষ নেই...